প্রথম দিনে কাদের দলে নিল কেকেআর?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে চলছে আইপিএল-এর মেগা নিলাম। ইতিমধ্যে নিলামের টেবিল থেকে সর্বকালের দামি ক্রিকেটারের তকমা পেয়েছেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। যদিও কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে, ঋষভকে দলে নিতে পারে কেকেআর (KKR)। কিন্তু ঋষভ বা লোকেশ রাহুল কাউকেই নিতে পারেনি নাইট শিবির। এদিকে প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও মিচেল স্টার্ককেও ফেরাতে পারেনি তাঁরা।

তবে মেগা নিলাম থেকে ভেঙ্কটেশ আইয়ারকে বিশাল দামে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে নাইটরা। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভেঙ্কটেশকে এত দাম দিয়ে ফেরাল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি? ক্রিকেটমহল মনে করছে, আসন্ন মরশুমে তাঁকেই হয়ত ক্যাপ্টেন করতে পারে নাইট শিবির।

আসলে এবার কেকেআর ৬ জন খেলোয়াড়কে রিটেন করে দলে রেখে দিয়েছে। আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তীরা এবার রিটেন হয়েছেন। তাঁদের মধ্যে কাউকেই অধিনায়কত্ব দেওয়া ঠিক হবে না বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। এদিকে শ্রেয়স আইয়ারও আর দলে নেই। সেই কারণে নতুন করে অধিনায়ক খুঁজতে হতো নাইট শিবিরকে।

অনেকেই মনে করছেন, ভেঙ্কটেশ আইয়ারকে আসন্ন মরশুমে অধিনায়ক করতে পারে কেকেআর। কারণ, তাঁর জন্য যেভাবে দর হাঁকিয়েছে দল, সেটা থেকেও এমন একটা ইঙ্গিত স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে সূত্র মারফত জানা গিয়েছে, গত মরশুমে ভেঙ্কটেশের পারফরম্যান্সে বেজায় খুশি নাইট শিবির। সেই কারণে এবার তাঁর হাতে দলের ব্যাটন তুলে দেওয়ার কথা ভাবতেই পারে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি।

প্রথম দিনে কলকাতা নাইট রাইডার্সের টিমে কাদের নিল?

ভেঙ্কটেশ আইয়ার, কুইনটন ডি’কক, রহমতুল্লা গুরবাজ, এনরিক নর্ৎজে, অঙ্কৃশ রঘুবংশী, বৈভব অরোরা

Share the Post:

Related Posts