রাজ্যে এবার থাবা বসাল করোনা (Covid 19)। করোনা আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু খাস কলকাতায় (Covid 19 Death in Kolkata)। ৪৩ বছর বয়সী ওই মহিলার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, হৃদযন্ত্র এবং কিডনির সমস্যা ছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মৃত মহিলার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে সেপটিক শক, একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
পরিসংখ্যান বলছে, এরাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪১ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৭২। রাজ্যের প্রথম করোনার বলি ওই মহিলা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১ জন। অসুস্থ ১১। গোটা ভারতে করোনা কেসে সক্রিয় রোগীর সংখ্যায় পাঁচে ভারত।
উল্লেখ্য, বর্তমানে বদলে গিয়েছে করোনার উপসর্গ। আক্রান্ত রোগীদের অধিকাংশের গলায় সমস্যা। গলায় প্রচণ্ড ব্যথা অথবা গলা বসে যাচ্ছে। কণ্ঠস্বরও যাচ্ছে বদলে। এছাড়া রয়েছে পেট ব্যথা, জ্বরের মতো উপসর্গও। ডায়ারিয়ায় জলের মতো পায়খানার সমস্যা রয়েছে। অধিকাংশই ডায়ারিয়ার শিকার হচ্ছেন।
গোটা দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে একজনের মৃত্যু হলেও, গত ২৪ ঘণ্টায় দেশের চার রাজ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে কেরল, তামিলনাডু, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০২৬। নতুন করে আক্রান্ত ৫১২। গোটা ভারতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।