ওয়াকফ বিল বিষয়ক জেপিসির মেয়াদ বাড়ল

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বিরোধীদের দাবি মেনে ওয়াকফ বিল বিষয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মেয়াদ বাড়ল। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল। বৃহস্পতিবার লোকসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াকফ বিল বিষয়ক যৌথ সংসদীয় কমিটির কাজের ধরন নিয়ে নানা অভিযোগ উঠেছে। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, অযথা তাড়াহুড়ো করা হয়েছে কমিটিতে। যথেষ্ট বলার সুযোগ পায়নি বিরোধীরা। এসব কারণে জেপিসি-র মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন বিরোধীরা। সংশোধিত ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী বাজেট অধিবেশন পর্যন্ত বাড়াতে রাজি হয় নরেন্দ্র মোদি সরকার। লোকসভায় এই সময়সীমা বাড়ানো সংক্রান্ত প্রস্তাব আনে শাসক শিবির। ওয়াকফ আইনে পরিবর্তনের উদ্দেশ্যে গত অধিবেশনে সংশোধিত ওয়াকফ বিল এনেছিল নরেন্দ্র মোদি সরকার।

জেপিসি-র চেয়ারম্যান জগদম্বিকা পালের অগণতান্ত্রিক আচরণ নিয়ে সরব হন বিরোধী সদস্যরা। এই পরিস্থিতিতে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী বছর বাজেট অধিবেশনের শেষ পর্যন্ত বাড়ানো হল। জগদম্বিকা অবশ্য বলেছেন, কাজ বাকি আছে, তাই কমিটির কার্যকালের মেয়াদ বাড়ল।

Share the Post:

Related Posts