মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দোহা

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: ইরান-ইজরায়েলের সংঘাতে (Iran Israel war) এন্ট্রি নিয়েছে আমেরিকার। এবার পাল্টা প্রত্যাঘাত শুরু করল ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে (Iran Missiles Attack US Bases in Qatar) এবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। দোহায় আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সে দেশের সশস্ত্র বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দোহা। বিভিন্ন রিপোর্ট মারফত জানা গিয়েছে, দোহার আকাশে নাকি আলোর রেখা দেখা গিয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ ক্রমশ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্টকে ইরানের সামরিকবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, “এই যুদ্ধের শুরুটা আপনি করেছেন, কিন্তু শেষটা আমরাই করব। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে আমেরিকাকে পাল্টা জবাব দেওয়া শুরু করল ইরান। কাতার ও ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল হানা চালাল ইরান। সূত্রের খবর, সোমবার রাতে ইরান থেকে একসঙ্গে ৬টি ব্যালেস্টিক মিসাইল হামলা করা হয়েছে। ইতিমধ্যে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সাইরেন বাজছে আল উদেইদ বিমান ঘাঁটিতে। এই হামলায় এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কাতার ও ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার পরই হোয়াইট হাউসে জরুরি বৈঠক করেন। মনে করা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী থেকে মার্কিন যুদ্ধবিমান ইরানে প্রত্যাঘাত করতে পারে। হামলার তীব্র নিন্দা করেছে কাতার সরকার। এক্স হ্যান্ডেলে তাদের দাবি, ‘ইরান সরাসরি আমাদের সার্বভৌমত্বে আঘাত করেছে। উত্তর দেওয়ার অধিকার আমাদেরও আছে। হামলার পর কাতারে থাকা ভারতীয়দের সতর্ক করেছে নয়াদিল্লি। আপাতত ঘর থেকে বেরতে নিষেধ করা হয়েছে তাঁদের।

Share the Post:

Related Posts