উধাও শতাব্দী এক্সপ্রেসের কামরা!

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

আস্ত একটা রেল কামরা উধাও হয়ে গেল সাতসকালে! রেলের যুক্তি শুনে অবাক যাত্রীরা। হয়তো এই ঘটনা সম্পর্কে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। শনিবারের ঘটনা। এদিন সকাল ৭টা ২০ মিনিটে নয়াদিল্লি থেকে অমৃতসরগামী শতাব্দী এক্সপ্রেসের রওনা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ট্রেনটি স্টেশন থেকে ছাড়েনি। এর ফলে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন এবং রেল কর্তৃপক্ষের কাছে দেরির কারণ জানতে চান। এই কারণ শুনে হতবাক  সকলে। কারণ, রেলকর্মীরা নাকি একটি গুরুত্বপূর্ণ কামরা ট্রেনের সঙ্গে জুড়তেই ভুলে গিয়েছিলেন। রেল সূত্রে জানা যায়, তদারকির গাফিলতিতে ট্রেনের এক্সিকিউটিভ কামরাটি জোড়া হয়নি। এই ভুল শুধরাতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে। ফলে ট্রেনটি দু’ঘণ্টা দেরিতে নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেয়।

রেলের গাফিলতিতে এই দেরির জন্য যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। নয়াদিল্লি স্টেশনে আরপিএফ-দের ঘিরে তাঁরা বিক্ষোভ দেখান। সেই সময়কার কিছু ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁরা এই ঘটনার তদন্তের দাবি জানাতে থাকেন। তবে উত্তর রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ট্রেনের একাধিক যাত্রী সামাজিক মাধ্যমে ভারতীয় রেলের এই গাফিলতির সমালোচনা করেছেন। কেউ জানিয়েছেন, ট্রেন দেরি করার কারণে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং বাতিল করতে হয়েছে। আবার কেউ বলেছেন, কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি। পর্যটকদের মধ্যেও ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তবে, একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রেল কর্তৃপক্ষ তাঁদের ভুল স্বীকার করেছেন এবং জানিয়েছে যে, এই ত্রুটি কীভাবে ঘটল এবং এর জন্য কে দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share the Post:

Related Posts