রাষ্ট্রায়ত্ত্ব ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ও সিএমডি সুবোধ কুমার গোয়েলকে গ্রেফতার করল ইডি। ৬ হাজার ২১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কনকাস্ট স্টিল ও পাওয়ার লিমিটেডের সঙ্গে যুক্ত ঘটনায় এই গ্রেফতারি। আগামী ২১ তারিখ পর্যন্ত ইডি হেফাজত হয়েছে সুবোধ কুমার গোয়েলের। ১৬ মে দিল্লিতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পিএমএলএ আইনে মামলা হয়েছে। শনিবার তাঁকে কলকাতায় পিএমএলএ স্পেশ্যাল কোর্টে তোলা হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযোগ, গোয়েল চেয়ারম্যান থাকাকালীন বড় অঙ্কের ঋণ দেওয়া হয় কনকাস্ট স্টিল ও পাওয়ার লিমিটেডকে। ৬ হাজার ২১০.৭২ কোটি টাকার ঋণ দেওয়া হয়। সুদ ছাড়াই এই টাকা দেওয়া হয়। ওই টাকা নয়ছয় করা হয়। তাতে সুবিধা পান গোয়েল। ইডির তদন্তে উঠে এসেছে, গোয়েল নগদ টাকা, সম্পত্তি, বিলাসবহুল জিনিস, হোটেল বুকিং নেওয়ার মতো সুবিধা নিয়েছেন। বিভিন্ন শেল কোম্পানি, ভুয়ো নাম ব্যবহার করে ওই টাকার সুবিধা ভোগ করা হয়েছে। ওই সব শেল কোম্পানি সুবোধ কুমার বা তাঁর পরিবারের সদস্যদের মালিলাকানাধীন। সিবিআইয়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। ওই ঘটনায় ইডি গত ২২ এপ্রিল সুবোধ গোয়েলের বাড়িতে তল্লাশি চালায়। সিএসপিএলের অন্যতম কর্তা সঞ্জয় সুরেখাকে গত ১৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়। সুরেখা ও সিএসপিএলের সঙ্গে যুক্ত থাকা ৫১০ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। উল্লেখ্য, এই বিষয়ে অভিযুক্ত সুবোধ গোয়েলের আইনজীবীর বক্তব্য জানা যায়নি।