তাপপ্রবাহ, পরপর ২ দিন স্কুল ছুটি

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: তাপপ্রবাহের (Heat waves) কারণে রাজ্যে আগামিকাল ও পরশু সরকারি (Government School) ও সরকার পোষিত স্কুল (Government-run schools) ছুটির ঘোষণা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন।

প্রসঙ্গত, রাজ্যে তীব্র দহনে এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির কোনও নাম গন্ধ নেই। এই অবস্থায় রোদের গনগনে আঁচে পুড়ছে রাজ্যবাসী। মাঝে মধ্যে বৃষ্টি হলেও, গরম কমছে না, উলটে বাড়ছে অস্বস্তি। রাস্তায় কাজের জন্য বের হওয়া অফিস যাত্রী থেকে নিত্যপ্রয়োজনে হাট বাজার করা মানুষের অবস্থা খারাপ। সব থেকে সমস্যায় পড়ে স্কুলের বাচ্চারা।

মাঝে মধ্যে রাস্তায় বা স্কুল বাসে যেতে যেতে বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়ার খবর কমবেশি আসতে থাকে। এর মধ্যেই আবার অত্যাধিক তাপ লেগে জ্বর, পেট খারাপ, হাঁচি, কাশিতে ভুগছে মানুষ। এই অবস্থায় আবহজাওয়ার গতি প্রকৃতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Share the Post:

Related Posts