ইডির মুখোমুখি তমন্না

Tamannah Bhatia

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: গুয়াহাটিতে আর্থিক তছরূপের ঘটনায় অভিনেত্রী তমন্না ভাটিয়াকে জিজ্ঞাসাবাদ করল ইডি। একটি মোবাইল অ্যাপকে কেন্দ্র করে এই তদন্ত শুরু হয়েছে। অর্থ বিনিয়োগ সংক্রান্ত কাজ করে এই অ্যাপ। ব্যবহারকারীরা বিভিন্ন ভাবে অর্থ বিনিয়োগ করে এই অ্যাপে। এই সংস্থার হয়ে একটি অনুষ্ঠানে সেলেব্রিটি মুখ হিসাবে উপস্থিত ছিলেন তমন্না ভাটিয়া। তমন্নাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পারিশ্রমিক দেওয়া হয়েছিল। এই মর্মেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তবে তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ নেই।

উল্লেখ্য, অগাস্টে একসঙ্গে দু’টি ছবি মুক্তি পায় তমন্নার— ‘স্ত্রী ২’ ও ‘বেদা’। ‘বেদা’ ছবিতে তমন্নাকে দেখা গিয়েছে জন আব্রাহাম, শর্বরী ওয়াঘ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্ষীতিজ চৌহান ও নিখিল আডবানীর সঙ্গে। ‘স্ত্রী ২’ ছবিতে একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন তমন্না। এই ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর ও পঙ্কজ ত্রিপাঠী।

Share the Post:

Related Posts