মহাকুম্ভের জেরে বাতিল কোন কোন ট্রেন?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কুম্ভগামী (Mahakumbh 2025) ট্রেনগুলিতে উপচে পড়ছে ভিড়। প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি ট্রেন ভাঙচুরের ঘটনা। অতীতের একাধিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ট্রেন চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এক বিজ্ঞপ্তিতে ট্রেন নিয়ন্ত্রণের কথা জানিয়েছে তারা। পাশাপাশি বাতিল হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন (Train Candcellation) ও যাত্রার সময়সূচী।

বাতিল ট্রেনের তালিকা
12312 কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
12311 হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
12367 ভাগলপুর–আনন্দ বিহার এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি)
12368 আনন্দ বিহার–ভাগলপুর এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
22308 বিকানের–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (২২, ২৩ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি)
12308 যোধপুর–হাওড়া এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি)
12307 হাওড়া–যোধপুর এক্সপ্রেস (২২, ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫,২৬ ফেব্রুয়ারি)
22307 হাওড়া–বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি)
12176 গ্বালিয়র–হাওড়া চম্বল এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি)
12175 হাওড়া–গ্বালিয়র চম্বল এক্সপ্রেস (২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
22911 ইন্দোর–হাওড়া শিপ্রা এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি)
22912 হাওড়া–ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
12178 মথুরা–হাওড়া এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি)
12348 গড্ডা – নয়াদিল্লি এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি)

বিকল্প রুটের ট্রেন:
15657 দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল৷ ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনটি গাজিয়াবাদ–মোরাদাবাদ–লখনউ–পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রুটে পরিচালিত করা হবে।

দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন:
জানা গিয়েছে, 01904 কলকাতা–আগ্রা ক্যান্ট কুম্ভমেলা স্পেশাল ট্রেন৷ ২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে নির্ধারিত সময় সকাল ৫টার পরিবর্তে বিকেল ৪টে ১০মিনিটে ছাড়বে।
12987 শিয়ালদা–আজমের এক্সপ্রেস ৷ ২১ ফেব্রুয়ারি নির্ধারিত সময় রাত ১০টা ৫৫মিনিটের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি দুপুর ১টায় শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে।

Share the Post:

Related Posts