ফের তীব্র ভূমিকম্প ইস্তানবুলে

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তুর্কির ইস্তানবুল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। এমনই জানিয়েছেন সেদেশের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। ঘটনায় ক্ষয়ক্ষতির হিসাব এখনই পাওয়া যায়নি। তবে, শহরে কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং ও অফিস থেকে বেরিয়ে আসেন বহু মানুষ।

প্রাথমিকভাবে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে না এলেও, সোশাল মিডিয়ায় একাধিক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, আতঙ্কে বহু মানুষ বিল্ডিং ও অফিস থেকে রাস্তায় নেমে এসেছেন। হঠাৎ, এত জোরে বিল্ডিং কেঁপে ওঠায় অনেকেই রাস্তায় দাঁড়িয়েও রীতিমতো আতঙ্কিত ছিলেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে সংঘটিত হয়েছে, যার ফলে কম্পনের প্রভাব ছিল প্রবল। এর উপকেন্দ্র ছিল ইস্তানবুল শহর থেকে প্রায় ৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মারমারা সাগরের নিচে। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই এবং বড় ধরনের ক্ষতির কোনও রিপোর্টও মেলেনি। তবে পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তুরস্ক এমন একটি দেশ যা দুটি বড় টেকটোনিক ফল্ট লাইনের উপর অবস্থিত, যার ফলে এই দেশে প্রায়ই মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প ঘটে।

উল্লেখ্য, গত বছর ৬ ফেব্রুয়ারি, তুরস্কে ৭.৮ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প হয়, যার জেরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব তুরস্কের ১১টি প্রদেশের হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয় এবং প্রায় ৫৩,০০০ মানুষের মৃত্যু ঘটে। সেইসঙ্গে প্রতিবেশী সিরিয়ার উত্তরাংশেও প্রায় ৬,০০০ মানুষ প্রাণ হারান।

Share the Post:

Related Posts