হলুদ ট্যাক্সিতে কলকাতা ভ্রমণ দিলজিতের

Diljit Dosanjh

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

শনিবার ছিল দিলজিতের প্রথম কলকাতায় অনুষ্ঠান। দেশের একাধিক জায়গায় শো করেছেন। দিল্লি, হায়দ্রাবাদ, পুনে, গুজরাতের পর এ বার তিনি হাজির হয়েছেন কলকাতায়। আজ শনিবার ৩০ নভেম্বর, কলকাতায় শো করবেন দিলজিৎ। কনসার্টের আগের দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। শহরে পা রেখে হলুদ ট্যাক্সি চেপে ঘুরে দেখলেন কলকাতার আইকনিক স্থান। ঘুরতে ঘুরতে শুনলেন ‘আমি শুনেছি সেদিন তুমি…’।

শহরে এসে দিলজিতের সকাল শুরু হল হাওড়ার মল্লিকঘাটের ফুলের বাজার দিয়ে। সেখানে ঘুরে দেখেন তিনি। সেখানে গিয়ে তিনি কথা বলেন ফুল বিক্রেতাদের সঙ্গে। তাকে দেখা গিয়েছে নিজেই ফুল বিক্রেতার হাতে তুলে দিলেন গোলাপ। এরপর পায়ে হেঁটে ঘুরে দেখলেন হাওড়া ব্রিজ। তাঁকে বেশ কিছুক্ষণ বসে থাকতে দেখা যায় জগন্নাথ ঘাটে। হলুদ ট্যাক্সি চেপে দক্ষিণেশ্বরে যান তিনি। তাঁর মন ভালো কলা রিল মিলিয়ে দিয়েছে দুপ্রজন্মের সঙ্গীতকে। তাঁর শেয়ার করা ভিডিওয় শোনা গিয়েছে মৌসুমী ভৌমিকের গান, ‘বলো নেবে তো আমায়…’। দিলজিতের ভিডিও এই বাংলা গান মন কেড়েছে বাঙালি দর্শকদের। তাঁর ভিডিও ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কলকাতায় প্রথমবার পা রেখেই দিলজিৎ জিতে নিলেন দর্শকদের মন।

 

View this post on Instagram

 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

Share the Post:

Related Posts