দূষণে কাবু দিল্লি!

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সোমবার ভোরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৩৪-এ পৌঁছে যায়, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। দুপুরে তা আরও বেড়ে ৩৬৭-এ ঠেকে। তাপমাত্রা হ্রাসের সঙ্গে শৈত্যপ্রবাহের মধ্যে এই দূষণ রাজধানীর জনজীবনে নতুন সমস্যা তৈরি করেছে। নিয়ন্ত্রক পর্ষদ ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩’ (জিআরএপি ৩) কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে, যা দূষণ মোকাবিলায় কড়া পদক্ষেপের নির্দেশ দেয়।

জিআরএপি ৩-এর আওতায় দিল্লি এবং এনসিআর অঞ্চলে স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘হাইব্রিড মডেল’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ, অভিভাবকেরা নির্ধারণ করবেন শিশুদের স্কুলে পাঠানো হবে, না কি অনলাইনে ক্লাস করানো হবে। দিল্লি, গুরুগ্রাম, গাজ়িয়াবাদ, ফরিদাবাদ, এবং নয়ডার সমস্ত স্কুল এবং কলেজে এই নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, জরুরি নয় এমন নির্মাণকাজ এবং ভাঙার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।

যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএস ৩-এর নীচে থাকা পেট্রলচালিত গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজ়েলচালিত গাড়ি দিল্লি ও সংলগ্ন এলাকায় চলাচল করতে পারবে না। এই বিধিনিষেধ জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজে প্রযোজ্য নয়। দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

Share the Post:

Related Posts