বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: আজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) প্রতিটি তুমুল বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস। ভাসবে একাধিক জেলা। জেলায় জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে। ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত (Cyclone)। শনিবার অর্থাৎ ২৮ জুন পর্যন্ত বৃষ্টিপাত চলবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipure Weather Office)।

সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বইবে ঝোড়ো হাওয়া। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৭ জুন রথযাত্রার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুরে ভারীর সম্ভাবনা কম। বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি আছে।

উত্তরবঙ্গেও সব জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। আজ জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এছাড়া ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। ২ জুলাই পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই লাগাতার বৃষ্টি চলতে থাকবে। ১ জুন দক্ষিণের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৮ তারিখ উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে ওইদিন। ২৯ জুনও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ৩০ জুন ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আর ১ জুন শুধুমাত্র জলপাইগুড়িতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা আছে। সেদিন আবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে।

আজ, ২৬ জুন, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Share the Post:

Related Posts