প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি!

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: চলছিল নির্বাচনের (President Election) প্রচার। কলম্বিয়ার (Colombia) জনগণের সামনে নিজের বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগেল উরিবে (Miguel Uribe)। আচমকা গুলির (Shot) শব্দ, মাটিতে লুটিয়ে পড়লেন দেশের বিরোধী সেনেটর। তাৎক্ষণিকভাবে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে প্রাণে বাঁচেন প্রেসিডেন্ট পদ প্রার্থী উরিবে। এখন আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কলম্বিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। তার মধ্যে এক ভিডিওতে দেখা যায়, ৩৯ বছর বয়সি উরিবে জনসমক্ষে বক্তব্য রাখছিলেন। আচমকাই গুলির শব্দ শোনা যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় তিনি একটি সাদা গাড়ির ওপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। আশপাশে কয়েকজন ব্যক্তি তাকে ধরে রাখছেন।

কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অন্তত একটি গুলি উরিবের ঘাড় অথবা মাথায় লেগেছে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে এক ১৫ বছর বয়সি কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল লুস আদ্রিয়ানা কামারগো।

প্রসঙ্গত, উরিবে ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির সদস্য। তিনি গত অক্টোবরেই জানিয়ে দেন যে, ২০২৬ সালের প্রেসিডেন্ট পদের জন্য যে নির্বাচন হবে, তাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর জন্ম কলম্বিয়ার এক খ্যাতনামা রাজনৈতিক পরিবারে। তাঁর দাদু হুলিও সেসার তুরবায় ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দেশের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর মা ডায়ানা তুরবায় একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন। এদিকে উরিবে ২০২২ সাল থেকে কলম্বিয়ার সেনেটে রয়েছেন।

Share the Post:

Related Posts