এক যুগ পর ফিরল ‘চন্দ্রবিন্দু’

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

এভাবেও ফিরে আসা যায়। তা প্রমাণ করে দিল চন্দ্রবিন্দু (Chandrabindoo)। ‘ক্যাসেট থেকে রেকর্ড দীর্ঘ চড়াই উৎড়াইয়ের মধ্য দিয়ে পথচলা। আর এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরল ‘চন্দ্রবিন্দু। দীর্ঘ ১২ বছর পর নিজেদের দশম অ্যালবামের নতুন গান প্রকাশ করল উপল-চন্দ্রিল-অনিন্দ্যরা।

৯ দশকের ছেলে মেয়েদের কাছে বাংলা ব্যান্ড একটা আবেগ। বন্ধুত্ব থেকে সাফল্য, প্রেমে ছ্যাকা সব সব কিছুর ওষুধ বাংলা ব্যান্ডের মন ছুঁয়ে যাওয়া গান। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। তারপর দীর্ঘ পথ চলা। যুগের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে ভাবনায়। বদলেছে গান শোনানোর মাধ্যম। ২০১২ সালে শেষ অ্যালবাম মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর। এরপর কেটেছে ১২ বছর। দীর্ঘ ১২ বছর পর নিজেদের দশম অ্যালবাম নিয়ে এল। আইটিউনস, স্পটিফাইয়ের যুগে অ্যালবাম আনল উপলরা। চন্দ্রবিন্দুর দশম অ্যালবামের নাম ‘টালোবাসা’ (Talobasa)। নয়ের দশকের নস্ট্যালজিয়াকে ফেরত আনল চন্দ্রবিন্দু।

নতুন অ্যালবামের ঘোষণা গত বছর করেছিল উপল-অনিন্দ্যরা। নতুন বছরের শুরুতে প্রকাশ পেল ‘টালোবাসা’র নতুন গান। উপল-চন্দ্রিল-অনিন্দ্যরা। সেইমতোই বছরের শুরুতেই মিলল ভালোবাসায়মাখা ‘টালোবাসা’র (Talobasa) খবর। উপল সেনগুপ্ত বলেন, ‘কেউ যদি নব্বইয়ের দশককে চিনতে জানতে চান, সেগুলো পেয়ে যেতে পারেন ‘চন্দ্রবিন্দু’-র গানে।

Share the Post:

Related Posts