২০২৮ সালের মধ্যেই পরিবহণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

দেশে পরিবহণ ব্যবস্থায় বিপ্লব (Revolutionize) এনেছে কেন্দ্র সরকার (Modi Government)। ভারতমালা যোজনায় (Bharatmala project) একাধিক সড়ক গড়ে উঠছে। রাজ্যসভায় কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Union Transport Minister Nitin Gadkari)  দাবি করেন, দেশজুড়ে ১৮ হাজার ৭১৪ কিলোমিটার সড়ক তৈরি হয়েছে।

আরও ২৬ হাজার ৪২৫ কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্প অনুযায়ী মূল্য নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে পরিবহণের খরচ কমাতে ভারতমালা পরিযোজনার আওতায় মোট ৩৪ হাজার ৪০০ কিলোমিটার সড়ক তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

এই গোটা প্রকল্পে মোট ৪.৭২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা বা ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া। এছাড়াও বন্দরের যোগাযোগ বাড়ানোর জন্য ১৮টি প্রকল্পের ঘোষণা করেছে সরকার। এই প্রকল্পের আওতায় ৪২৪ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই  ১৮৯ কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গিয়েছে।

তার সঙ্গে গুজরাত-মহরাষ্ট্র-সহ মোট আটটি রাজ্য সড়কপথে জুড়ছে এই প্রকল্প। তালিকায় নাম রয়েছে বাংলারও। ২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের সমস্ত কাজ শেষ করবে কেন্দ্র সরকার, জানান গড়করি। উল্লেখ্য, ভারতমালা পরিকল্পনা হল সড়ক ও  মহাসড়ক উন্নয়নের জন্য একটি সরকারি অর্থায়িত প্রকল্প। এর লক্ষ্য সংযোগ উন্নত করা, এবং অর্থনৈতিক করিডোর বরাবর রাস্তার একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। দেশের মূল মূল রাজ্য ও শহরগুলিকেই যুক্ত করছে কেন্দ্রের এই ভারতমালা প্রকল্প।

Share the Post:

Related Posts