জিওর ধামাকা অফার

ওয়েব ডেস্ক: টেলিকম ইন্ডাস্ট্রির দুনিয়ায় আলোড়ন। ধামাকাদার অফার এনেছে রিলায়েন্স জিও (Relianace JIO New Recharge Plan)! এসে গিয়েছে জিও-র সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান (Recharge Plan)! অনেকেই মাসিক রিচার্জ করেন। কেউ কেউ আবার তিন মাস অন্তর রিচার্জ করেন। তবে হাতে গোনা ক’জনই বা বছরভরের প্ল্যান কেনেন? কারণ, এক ধাক্কায় অনেকটা টাকা বেরিয়ে যায়। তাই অনেকে চাইলেও তা করতে পারেন না। এবার সেই সমস্ত গ্রাহকদের কথা ভেবেই জিও নিয়ে এল ১১ মাসের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। যে প্ল্যানের মধ্যে রয়েছে দুর্দান্ত কিছু অফারও। ১১ মাসের এই রিচার্জের মূল্য ১৭৪৮ টাকা। এই প্ল্যান লোকাল ও STD দু’ধরনের কলই করা যাবে। এছাড়াও ৩৬০০ SMS পাঠাতে পারবেন। ৩৬৬ দিন ধরে ব্যবহার করা যাবে এই প্ল্যান। তবে এই প্ল্যানে মিলবে না কোনও ইন্টারনেট পরিষেবা। ব্যবহারকারীরা দুটি অ্যাপ কোনও সাবস্ক্রিপশন ছাড়াই ব্যবহার করতে পারেন। পাবেন Jio TV ও Jio AI Cloud-এর সুবিধা। Jio Tv ব্যবহারের জন্য ব্যবহারকারীরা যে নম্বরে রিচার্জ করেছেন সেই নম্বরে লগ ইন করতে হবে। Jio AI Cloud-এর ব্যবহারও সহজ। অ্যাপটি ইনস্টল করলেই সব ধরনের ডেটা আপলোড করতে পারবেন।
WB, Odisha on alert: ‘Dana’ to make landfall as severe cyclone

Severe cyclone Dana is expected to cross north Odisha and West Bengal coasts between Puri and Sagar Island on the intervening night of October 24 and October 25 at a wind speed of 100-110 kmph, gusting to 120 kmph, the India Meteorological Department has warned on Monday. It is very likely to move west-northwestwards and intensify into a depression by Tuesday morning and into a cyclonic storm by Wednesday over east-central Bay of Bengal. Thereafter, it is very likely to move northwestwards and reach northwest Bay of Bengal off Odisha-West Bengal coasts by Thursday morning. Continuing to move northwestwards, it is very likely to “cross north Odisha and West Bengal coasts between Puri and Sagar Island during the night of October 24 and early morning on Friday as a severe cyclonic storm with a wind speed of 100-110 kmph, gusting to 120 kmph”, the IMD said.