দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস

চড়া রোদের (Sunlight) তেজ নেই, আকাশে হালকা মেঘের (Cloudy sky) আনাগোনা। বাতাসেও গরমের (Hot Temperature) উত্তাপ নেই। বলা যেতে পারে বেশ মনোরম পরিবেশ রয়েছে শহর কলকাতায়। বৈশাখে সেই তাপপ্রবাহের দাপটে ভুগতে হচ্ছে না বঙ্গবাসীকে। তাপমাত্রার পারদ কমেছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা রয়েছে আজ। সেইসঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাতাসে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকবে ৩০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে। শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ডিগ্রি ও ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা মালদা ও দিনাজপুর পর্যন্ত বিস্তার করছে। অপরদিকে ঝাড়খণ্ড থেকে মধ্য অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়েছে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।
কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। আপাতত রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। শুক্রবার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শনি ও রবিবারও বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।
ঝড়বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। আপাতত রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। শুক্রবার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শনি ও রবিবারও বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।
ঠিক যেন ‘ঠান্ডা লড়াই’-এ মেতেছে বিশ্বের দুই মহাশক্তি

আমেরিকা-চীন শুল্কযুদ্ধ (Tariff Conflict) নিয়ে আপাতত সরগরম বিশ্ব রাজনীতি। একদিকে যেমন চীনা (China) পণ্যের উপর শুল্কের পরিমাণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন, তেমনই আবার বেজিংয়ের তরফেও মার্কিন (USA) পণ্যের উপর জারি হয়েছে নয়া শুল্ক। ঠিক যেন ‘ঠান্ডা লড়াই’-এ মেতেছে বিশ্বের দুই মহাশক্তি। আর এবার এর সরাসরি প্রভাব দেখা গেল দু’টি দেশের আমদানি-রফতানির উপর। সম্প্রতি, মার্কিন বহুজাতিক বিমান সংস্থা বোয়িং (Boeing) থেকে আর কোনও বিমান বা যন্ত্রাংশ অর্ডার না করার নির্দেশ দিয়েছে চীন সরকার। বেজিং তাদের দেশীয় উড়ান সংস্থাগুলিকে এই নির্দেশিকা পাঠিয়েছে। ব্লুমবার্গ সূত্রে জানা গিয়েছে, মূলত ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। উল্লেখযোগ্যভাবে, ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপরে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে। এর জবাবে চীন আমেরিকার বিমান শিল্পে বড় ধাক্কা দিতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বোয়িং-এর মতো সংস্থার ক্ষেত্রে চীনের মতো বড় বাজার হারানো নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। তবে আমেরিকার এই শুল্কযুদ্ধ শুধু চীনের বিরুদ্ধেই নয়। ট্রাম্প প্রশাসন ভারত, গত ২ এপ্রিল থেকে কানাডা-সহ আরও বহু দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। তবে ভারতের ক্ষেত্রে ২৬ শতাংশ শুল্ক চাপানো হলেও চীনের উপর তা কয়েকগুণ বেশি। যদিও কিছুটা চাপ কমাতে সম্প্রতি মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রনিক চিপসের উপর শুল্কছাড় দিয়েছে হোয়াইট হাউস। এর ফলে চীন সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেলেও বেজিং-এর দাবি, আমেরিকাকে এই নতুন শুল্কনীতি পুরোপুরি প্রত্যাহার করতে হবে।
বঙ্গ সফরে রাষ্ট্রপতি

বঙ্গ সফরে (Bengal Visit) আসছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President Draupadi Murmu)। আগামী ২৩ এপ্রিল তাঁর রাজ্যে আসার কথা। কল্যাণী এইমসের প্রথম বার্ষিক সমাবর্তন (First Annual Convocation of AIIMS Kalyani) অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। কল্যাণী এইমসের অডিটোরিয়ামে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ছাড়াও এই অনুষ্ঠানের উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (Union Health Minister JP Nadda) ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) । এর আগে রাষ্ট্রপতি রাজ্যে এসেছিলেন ২০২৩ সালের আগস্টে। গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জিআরএসই’র অনুষ্ঠানে সামিল হন। এবারের সফরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরে যেতে পারেন। সেখানে তাঁর সঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে আসতে পারেন রাষ্ট্রপতি। তবে সরকারি কোনও নথি এসে এখনও পৌঁছয়নি। তবে ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের দাবি, আগামী ২৪ এবং ২৫ এপ্রিল বিধাননগরের সন্তোষিণী বিদ্যাচক্র হাইস্কুলের মাঠে হতে চলেছে ইন্টারন্যাশনাল আদিবাসী সাঁওতাল কনফারেন্স। সেখানের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে আমন্ত্রণ করা হয়েছে। বাংলার কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না, আইনমন্ত্রী মলয় ঘটকেরও উপস্থিত থাকার কথা আছে।
কেমন থাকবে কলকাতার আকাশ

কলকাতায় (Kolkata Weather) কিছুটা হলেও কমেছে তাপমাত্রা (Temperature)। ফলে সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বঙ্গবাসী। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলে আকাশ মেঘলা (Cloudy Sky) থাকার পূর্বাভাস । সেইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য রোদ বাড়তে থাকলে অস্বস্তিও পাল্লা দিয়ে বাড়বে। সোমবার পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা ৷ দক্ষিণবঙ্গে আজ ৯ জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi Warning )মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে এবং সমুদ্র পৃষ্ঠের দেড় কিলোমিটার ওপরে অবস্থান করছে ৷ অপরদিকে বায়ুমণ্ডলের উপরিভাগে চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে, যা হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম এবং তার পার্শ্ববর্তী অঞ্চল পর্যন্ত রয়েছে। এই চক্রবৎ ঘূর্ণাবর্তটি বিস্তৃত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ৷ যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরিভাগে অবস্থান করছে। এই জোড়া ঘূর্ণাবর্তে প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করছে ৷ এর কারণে ১৫ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা। পাশাপাশি কালবৈশাখীর সতর্কতা জারি থাকবে ৬ জেলায়। হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায়। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা। ৪ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায়। বাতাসে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিনজেলায় বাতাস হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আজ দিনের সর্বোচ্চ তামপাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যের ৪টি দফতরের ৫৩টি শূণ্যপদে হবে নিয়োগ!

সোমবার রাজ্য মন্ত্রীসভা বৈঠকে গৃহীত হল একাধিক গুরত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের ৪টি দফতরে রয়েছে ৫৩টি শূণ্যপদ, আর যাতেই হতে চলেছে নিয়োগ। জানা যাচ্ছে, ক্রীড়াবিদদের জন্য পুলিশে হতে চলেছে সরাসরি নিয়োগ। নবান্ন ( Nabanna) সূত্রে খবর, নগর উন্নয়ন দফতর, খাদ্য সরবারহ দফতর, ক্ষুদ্র, মাঝারি বস্ত্র শিল্প দফতর, এই চারটি বিভাগে মোট ৫৩টি শূণ্য বিভাগ রয়েছে। তবে এই বিভাগের বেশিরভাগেই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই, মন্ত্রীসভার পক্ষ থেকে মিলেছে অনুমোদন। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিয়োগ। জানা যাচ্ছে রাজ্যের মন্ত্রিসভায় একটি নতুন নিয়োগবিধির অনুমোদন দেওয়া হয়েছে। যার জেরে রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদরা সরাসরি পুলিশের সাব-ইন্সপেক্টর (আর্মস), ইন্সপেক্টর (আর্মস) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের সুযোগ পাবেন। আর নবান্নের এই সিদ্ধান্তে রাজ্যে বেশকিছু নতুন নিয়োগ হতে চলেছে বলে জানা যাচ্ছে।
অশান্ত হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Kolkata Weather Update) পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস (Rain Alert)। বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বাতাসে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার। অশান্ত হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর (Turbulent Bay Of Bengal) । মৎস্যজীবীদের (Fisher Man) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকে পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে আজ থেকে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির কারণে তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলবে বঙ্গবাসীর। অপরদিকে উত্তরবঙ্গে রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে । বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আজ সকালের দিকে কলকাতায় আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা । কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। উল্লেখ্য, দেশজুড়ে মোট পাঁচটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং অসম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে । একইসঙ্গে ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
পারদ চড়ার মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

চৈত্রের গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি (Weather Update)। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস বলেছে, একদিকে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বাতাস ৷ অন্যদিকে, বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস ৷ দুয়ের কারণে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফলে, চলতি সপ্তাহে আপাতত পারদ বৃদ্ধির সম্ভবনা নেই। বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি (Rain Update)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকার সম্ভবনা। উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা? উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই । সেই সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতার আবহাওয়ার আপডেট শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬. ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১. ৯ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬. ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১. ৬ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৪ শতাংশ ও ২৭ শতাংশ ৷
বাংলার আকাশে দুর্যোগ কবে থেকে?

বসন্ত চলে গিয়েছে। এসে পড়েছে গরমকাল। আবার সেই রোদে পোড়া এবং ঘামে ভেজার দিন সমাগত। নিত্যযাত্রীদের ব্যাগে জায়গা করে নিয়েছে ছাতা, ওআরএস মেশানো জল। তবে আগামী সপ্তাহের গোড়ায় কিন্তু আবহাওয়া অন্য রূপ নেবে। জেলায় জেলায় হবে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এমনকী কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বদল আগামিকাল থেকেই দেখা যাবে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার কারণেই অস্বস্তি সূচক থাকবে উপর দিকে। তবে কলকাতায় কাল ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। আজ সকালে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে, তবে পরে আংশিক মেঘলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী সপ্তাহে। শহরের আকাশে মেঘ জমবে রবিবার থেকে। আবহাওয়াবিদদের অনুমান সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) সোম থেকে বৃহস্পতি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়ার সঙ্গেই চলবে বৃষ্টিপাত। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের মানুষকে খুব একটা স্বস্তি দেবে না, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে বেশির দিকেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।