সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা!

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গে বর্ষা (Monsoon Update) এলেও গরমের হাত থেকে রেহাই মিলছে না কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। শুক্রবার রাতে সামান্য বৃষ্টিতে (Rain) কিছুটা স্বস্তি মিললেও, শনিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ভ্যাপসা গরমে আরও অস্বস্তি বাড়বে। দক্ষিণে বর্ষায় বিলম্ব, বাড়বে গরম! হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। পশ্চিম ভারতের গরম এবং শুষ্ক লু-র সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংঘাতে এক ধরনের অস্থির আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী কয়েক দিনে পশ্চিমের শুষ্ক হাওয়ার প্রভাব থাকবে প্রবল, যার ফলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না। আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, ১২ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা খুবই কম। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস শুক্রবার রাতের বৃষ্টির জেরে শনিবার সকালে শহরের তাপমাত্রা কিছুটা কমে গেলেও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রবিবার ও সোমবার শহরে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, এবং পারদ চড়বে। মঙ্গলবার থেকে কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেটি সাময়িক। এর ফলে গরম থেকে মুক্তির আশা আপাতত নেই। উত্তরেও কমবে বৃষ্টি উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। আজ থেকে বৃষ্টি কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। রবিবার থেকে উত্তরবঙ্গে কোনও বিশেষ আবহাওয়ার সতর্কতা জারি হয়নি।

চিন্নাস্বামী কাণ্ডে বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রথম আইপিএল (IPL 2025) খেতাব জেতার পর বেঙ্গালুরুতে ট্রফি প্যারেড করেছিল আরসিবি (RCB)। চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছিল সেলিব্রেশন। মুহূর্তের মধ্যে আনন্দ বদলে যায় কান্নায়। সেখানেই ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জন মারা গিয়েছেন। আহত অসংখ্য। তারই জেরে বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। কাবন পার্ক থানায় অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে। এ দিন সকালেই নিখিল সোসালে নামের এক আরসিবি কর্মীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচএম ভেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ বছরের প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুলিশের অনুমতি না মেলায় সেদিন হুড খোলা বাসে সেলিব্রেশনের আয়োজন বাতিল হলেও সেদিনই চিন্নাস্বামীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু’লক্ষেরও বেশি মানুষ স্টেডিয়ামের বাইরে জমায়েত করেন। স্টেডিয়ামে যখন সেলিব্রেশন চলছিল বাইরে তখন পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। প্রায় পাঁচ হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিতিতেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। গোটা ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই কাঠগড়ায় আরসিবি কর্তৃপক্ষও। বিরাটকে নিয়েও কেউ কেউ অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, বিরাট কেন এই বিষয় নিয়ে মুখ খুললেন না। এরপর শুক্রবার বিরাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটের পূর্বাভাস রয়েছে (Rain Update)। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টাও হতে পারে। এখনই বর্ষা ঢোকার সম্ভবনা দেখছে না হাওয়া অফিস (Weather News)। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে প্রচন্ড গরমের কারণে অস্বস্তি বজায় থাকবে। পাশাপাশি, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের হাওয়া কেমন? উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে। বৃহস্পতিবারকালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝড়ের আশঙ্কা। ওই এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বৃহস্পতিবার কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। অস্বস্তিকর গরম নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা? হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনও সম্ভবনা নেই। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন। আবহাওয়াবিদদের একাংশ বলছেন, ১০ জুনের পরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে।

আজও বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: নিম্নচাপের (Low pressure) ঘোর কাটতে না কাটতেই ফের বঙ্গে আবহাওয়ার ভোল বদল। একদিকে তীব্র গরম (Heat wave), পাশাপাশি চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের (South Bengal weather) জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে বেড়ে চলেছে গরম, নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনও দক্ষিণবঙ্গে বর্ষার (Rain Update) প্রবেশ হয়নি। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কার্যত থমকে রয়েছে। অন্যদিকে ১০ দিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। তবে এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণাংশ একই জায়গায় স্থির। আবহাওয়া দফতরের অনুমান নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার আগমন হবে। বর্ষা ঢোকার সম্ভাবনা নির্ধারিত সময়ের ১০ জুনের পরে। এদিকে ২৯ মে থেকে বালুরঘাট পর্যন্ত এসে মৌসুমী অক্ষরেখা স্থির হয়ে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আজও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির (Rain ForeCast) সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে আর বাকি জেলাগুলিতে সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝড় হতে পারে আজ। তবে বৃষ্টি থাকলেও পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে ভ্যাপসা গরম চলতেই থাকবে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে।

পাঞ্জাবকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক: ১৮ বছরের অপেক্ষার অবসান। আইপিএল ট্রপি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বলা ভালো, ট্রফি হাতে উঠল বিরাট কোহলির (Virat Kohli)। ৬ রানে পঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। খেতাব জিতে মাঠেই কেঁদে ফেললেন বিরাট। সেই সঙ্গে আইপিএল পেল নতুন চ্যাম্পিয়ন্সদের। আরসিবি ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলেছিল এবং অবশেষে জিতল (RCB Wins IPL 2025 Final)। পঞ্জাব কিংসকে (PBKS) তারা ফাইনালে হারাল ৬ রানে। এদিন টস হেরে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে তুলেছিল ৯ উইকেটে ১৯০ রান। ফিল সল্ট ও বিরাট কোহলির ওপেনিং জুটিতে এসেছিল মাত্র ১৮ রান। ফিল সল্ট আউট হওয়ার পর ইনিংস এগিয়ে নিয়ে যান কোহলি। কিন্তু ৩৫ বলে ৪৩ রান করে ফিরে যান কোহলিও। আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে তাঁর হাতেই কোহলি ক্যাচ তুলে দেন। পাঁচ থেকে সাতে নামা তিন ব্যাটার- লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫), জীতেশ শর্মা (১০ বলে ২৪) ও রোমারিও শেফার্ড (৯ বলে ১৭) দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন। শেষের দিকে ক্রুনাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার, আসেন আর ফিরে যান। পাঞ্জাবের হয়ে তিন উইকেট করে নিলেন জেমিসন ও অর্শদীপ সিং। ওমরজাই-বিজয়কুমার বৈশাক ও যুজবেন্দ্র চাহাল এক উইকেট করে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং দু’জনেই ছিলেন মারকাটারি মেজাজে। পাওয়ারপ্লে-র পুরো ফায়দা তুলতেই তাঁরা ব্যাট চালাচ্ছিলেন। কিন্তু প্রিয়াংশকে ফিরতে হয় সল্টের অসাধারণ ক্যাচে। জশ হ্যাজেলউডের কোমরের উপর লেন্থ বলে উড়িয়ে খেলেছিলেন প্রিয়াংশ। কিন্তু বাউন্ডারি লাইনের ভিতরে-বাইরে গিয়ে সল্ট যে ক্যাচ নিলেন, তা ছিল দেখার মতো। ১৯ বলে ২৪ করে আউট হন প্রিয়াংশ। এরপর প্রভসিমরণকেও হারায় পঞ্জাব। ক্রুনাল পাণ্ডিয়ার স্লোয়ার চালিয়ে খেলতে গিয়ে প্রভসিমরণ ভুবনেশ্বর কুমারের হাতে জমা পড়ে যান। ৯ ওভারের ভিতর ৭২ রানে ২ উইকেট চলে যায় পঞ্জাবের। চারে নেমে অধিনায়ক শ্রেয়স আজই চূড়ান্ত ব্যর্থ হলেন। রোমারিও শেফার্ডের বলে সূযশ শর্মার হাতে ক্যাচে তুলে দেন। ১০ ওভারের ৭৯ রান তুলতে গিয়ে পঞ্জাবের তিন উইকেট চলে যায়। তারপর চেষ্টা করেও ম্যাচ জেতা সম্ভব হয়নি পাঞ্জাব কিংসের। ৬ রানে ম্যাচ হারে প্রীতি জিন্টার দল। উল্লেখ্য, ২০১৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল পঞ্জাব।

দেশের সেরার তালিকায় প্রথম দশে স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

কলকাতা: বিরাট সাফল্য! দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানগুলির (Best Medical Institution) তালিকায় জায়গা করে নিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Kolkata Medical College and Hospital)। ২০২৪ সালের আইআইআরএফ (IIRF) র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা ১০ এমবিবিএস কলেজের তালিকায় নবম স্থানে উঠে এসেছে কলকাতা মেডিক্যাল কলেজ। একইসঙ্গে, এই মেডিক্যাল কলেজ পূর্ব ভারতের মধ্যে এক নম্বর চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি পেল। এর ফলে বহুদিন পর জাতীয় স্তরে ফের চমক দিল এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংস্থা আইআইআরএফ বা ‘ইন্ডিয়ান ইন্সটিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’ যে সাতটি বিষয়ের উপর ভিত্তি করে র‌্যাঙ্ক দিয়ে থাকে। তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষাগত উৎকর্ষতা, প্র‌্যাকটিসের সুযোগ, শিক্ষণ পদ্ধতি, গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি ইন্টারফেস(স্বাস্থ‌্য প্রতিষ্ঠান ইন্টানর্শিপে কতটা সহযোগিতা করে)। এছাড়াও দেখে নেওয়া হয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্লেসমেন্ট স্ট্র‌্যাটেজি কেমন। ২০২৩ সালে ১২ নম্বর স্থানে জায়গা ছিল কলকাতা মেডিক্যাল কলেজের। এই বছর বছর ১০ নম্বর স্থানে জায়গা করে নিল শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠান। ক্রমতালিকায় রয়েছে ৯ নম্বরে। র‌্যাঙ্কিং অনুযায়ী প্রথম স্থান দখল করেছে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক‌্যাল সায়েন্স। আইআইআরএফ-এর র‌্যাঙ্কিংয়ে সর্বভারতীয় র‌্যাঙ্কে ২৯ নম্বরে রয়েছে এসএসকেএম, ৩৬ নম্বরে কলকাতা ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজ, ৩৮ নম্বরে রয়েছে আরজিকর মেডিক‌্যাল কলেজ।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে?

ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে মেঘালয় দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Forecast) বৃষ্টিপাত কমতে শুরু করলেও কিছু কিছু এলাকায় এখনও বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) রয়ে গিয়েছে। তবে উত্তরবঙ্গে আবহাওয়ার (North Bengal Weather) মারাত্মক অবনতি ঘটেছে। উত্তরের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হয়েছে সতর্কতা। জামাইষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া থাকবে বেশ অস্বস্তিকর (Heat Wave)। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হতে হবে সাধারণ মানুষকে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ কোনও জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু তার সঙ্গেই বাড়বে গরম এবং অস্বস্তি। মঙ্গলবার থেকে আবহাওয়া হবে অনেকটাই শুষ্ক। কলকাতা ও আশেপাশের অঞ্চলেও এই সময়ে হালকা বৃষ্টি ছাড়া অন্য কোনও বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় আজকের দিনে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা ও দুই দিনাজপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলে আজও জারি রয়েছে কমলা সতর্কতা।

বাংলার কতটা কাছে নিম্নচাপ?

ওয়েব ডেস্ক: বঙ্গে গভীর নিম্নচাপের (Deep Depression)  প্রভাবে চলছে বৃষ্টি (Rain)। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল। সেটি শেষের তিন ঘন্টায় ২০ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তাই শনিবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর, ওড়িশা, পশ্চিবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর মৎস্যজীবীদের (Fisher Man Alert)  সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর (Alipur Weather Office)। পর্যটক ওই এলাকায় ঘুরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার আইএমডি কর্তৃক জারি করা এক বিবৃতি অনুসারে, বাংলাদেশের উপর অবস্থিত নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হলেও, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল ৮.৩০ নাগাদ, নিম্নচাপটি বাংলাদেশের উপর কেন্দ্রীভূত ছিল, টাঙ্গাইল থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং বাংলাদেশের ঢাকা থেকে ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং বহরমপুর থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তরে এবং ভারতের শিলং থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। বাংলাদেশের উপর অবস্থিত নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হলেও আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় বেশিরভাগ মেঘলা আবহাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী ১২ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। ফলস্বরূপ, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনুকূল বাতাসের ধরণ এবং তীব্র আর্দ্রতার কারণে আগামী দুই দিন উত্তরবঙ্গে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া, বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের কিছু জেলায় ৩১ মে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬.৩০ টা থেকে শুক্রবার সকাল ৬.৩০ টা পর্যন্ত কলকাতায় ১৩.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। যদিও বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গড়ের চেয়ে ১.৬ ডিগ্রি কম। আর্দ্রতার মাত্রা বেশি ছিল, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৩ শতাংশ। ইতিমধ্যে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই উত্তরবঙ্গ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু এলাকায় প্রবেশ করেছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর অংশ জুড়ে সমুদ্র উত্তাল থেকে খুব উত্তাল থাকবে, যার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে থাকবে। শনিবার পর্যন্ত জেলেদের বাইরে না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে দৃশ্যমানতা কম এবং ভূমিধসের ঝুঁকি অব্যাহত রয়েছে, স্থানীয়দের সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

৯ বছর পর এসএসসি নিয়োগে বিজ্ঞপ্তি

কলকাতা: ৯ বছর পর রাজ্যে এসএসসির (SSC) নতুন নিয়োগের বিধি প্রকাশিত হল ৩০ মে, বৃহস্পতিবার। তাতে অভিজ্ঞ শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া রয়েছে। কী কী বদল এসেছে চোখ বুলিয়ে নেওয়া যাক। নতুন বিধিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার আগের অভিজ্ঞতা। এছাড়া ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। শিক্ষকতার অভিজ্ঞতার উপরে থাকছে ১০ নম্বর। এছাড়া আর একটি বিষয় লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর রাখা হয়েছে। এই ২০ নম্বর ধার্য করা নতুন বিধিতে সংযোজিত। যা স্কুল সার্ভিস কমিশনের আগের নিয়োগ বিধিতে ছিল না। এছাড়া যে ওএমআর শিট সংরক্ষণ না করা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার বলা হয়েছে ওএমআর শিটের স্ক্যান করা কপি অন্তত পক্ষে ১০ বছর সংরক্ষণ করতে হবে। নতুন বিধিতে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। তা আগে ছিল ৫৫ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে ধার্য নম্বরে ব্যাপক বদল হয়েছে। এর উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। আগে যা ছিল ৩৫ নম্বর। তবে অপরিবর্তিত রয়েছে ইন্টারভিউয়ের নম্বর। থাকছে ১০ নম্বরই। ২০২৫ সালের ১ জানুয়ারির হিসেবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়া তফশিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। মেধা তালিকা ও অপেক্ষমান মেধা তালিকার মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। রাজ্য সরকারের অনুমতি নিয়ে সেগুলির মেয়াদ আরও বাড়াতে পারবে কমিশন। কতদিন ওএমআর শিট সংরক্ষণ করতে হবে তাও বলা হয়েছে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দুবছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করতে হবে। পরে সেগুলি নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর দশ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। একইসঙ্গে ওই নিয়োগ বিধিতে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার কথাও বলা হয়েছ। উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য টেট এখনও বাধ্যতামূলক। টেটের প্রাপ্ত নম্বরে সর্বাধিক গুরুত্ব থাকবে সর্বোচ্চ ৪০ নম্বরের। লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৫ নম্বরের। ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। এছাড়া ক্লাস নেওয়ার দক্ষতা ও শিক্ষকতার অভিজ্ঞতার উপর সর্বোচ্চ ৫ নম্বর করে বরাদ্দ।

স্থলভাগের দিকে ধেয়ে আসছে নিম্নচাপ

বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নিম্নচাপ (Low Pressure) শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ধেয়ে আসছে স্থলভাগের দিকে। যার জেরে দক্ষিণ ২৪ পরগনা (South Bengal) জেলা জুড়ে প্রবল দুর্যোগের (Severe Disaster) সর্তকতা জারি করা হয়েছে। সুন্দরবনের (Sundarban) উপকূলে নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। আজ জেলা জুড়ে কমলা সতর্কতা (Orange Alert) জারি রয়েছে। নিম্নচাপের জেরে রাত থেকে টানা ভারী থেকে অতিভারী (Heavy Rain) বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির তীব্রতা বেশী। উপকূলে দমকা বাতাস বইছে। আজ দিনভর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জেলায় সর্বোচ্চ ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে অমাবস্যার কোটালের প্রভাবে সুন্দরবনের নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুনি, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু বেহাল বাঁধ দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলোর সঙ্গীন অবস্থা। জলোচ্ছ্বাসের জেরে যে কোনও সময় বড়সড় ধস নিতে পারে। যুদ্ধকালীন তৎপরতা একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতের কাজ। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রেখেছে। জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন আছে দুর্গত এলাকায়৷ ব্লকে শুকনো খাবার, জলের পাউচ মজুত করা হয়েছে। প্রয়োজনে দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। পরিস্থিতির অবনতি হলে জেলার ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে।