মার্কিন অনুদান নিয়ে বিতর্কের জবাব দিল ভারত

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডস-এর (USAID) ভারতকে অনুদান দেওয়া নিয়ে সম্প্রতি বিতর্কে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মন্তব্য করেন, ভারতীয় নাগরিকদের ভোট-মুখী করতে ব্যবহৃত হয়েছে এই অনুদান। এই মন্তব্যের কোনও ভিত্তি নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রকের (Finance Ministry) তরফে তথ্য দিয়ে দেখানো হয়েছে, মার্কিন অনুদানের টাকা উন্নয়নের কাজে ব্যবহৃত হয়েছে, নির্বাচনে নয়। এই ইস্যু নিয়ে সরব হয়েছে কংগ্রেস (Congress)। ইউএসএইড অনুদানের অভিযোগ এবং আসল তথ্য ঠিক কী? অর্থমন্ত্রকের ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্ট বলছে, মার্কিন অনুদানের টাকা ভারতে সাতটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজে লাগানো হয়েছিল, সেই অর্থের পরিমাণ প্রায় ৭৫০ মিলিয়ন ডলার। এই কর্মকাণ্ডগুলি ছিল মূলত কৃষি, জল শৌচ, নবায়নযোগ্য শক্তি, বিপর্যয় মোকাবিলা এবং স্বাস্থ্য ক্ষেত্রে। ভোটারদের বুথমুখো করতে এই অর্থ ব্যবহার হয়েছিল, এমন কোনও উল্লেখ নেই এই রিপোর্টে। যে ২১ মিলিয়ন ডলার নিয়ে এত বিতর্ক, তদন্তের রিপোর্ট বলছে তা আদতে ২০২২ সালে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়েছিল আমেরিকা, যাতে ২০২৪ নির্বাচনের আগে ছাত্রদের রাজনৈতিক এবং সামাজিক কাজকর্মে সম্পৃক্ত করা যায়। এর মধ্যে ১৩.৪ মিলিয়ন ডলার ট্রাম্পের ওই বিতর্কিত মন্তব্যের আগেই ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। নয়াদিল্লির তরফে এই তথ্য খোলসা করার পরেও ট্রাম্প তাঁর কথায় অনড় থেকে যান যা ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক জটিল করে তুলছে।
শীতের দিনে প্রখর রোদের দাপট!

ফাল্গুনের হাওয়ায় খামখেয়ালিপনা। ভোর ও রাতের ঠান্ডা আমেজের পর দিনভর প্রখর রোদে তীব্র গরমের অনুভূতি। তাপমাত্রার ওঠাপড়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। আজও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। পরবর্তী পাঁচদিন তাপমাত্রার সেরকম কোনও তারতম্য হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের সপ্তাহে বাড়বে গরম চলতি সপ্তাহের শেষে আবহাওয়ার মেজাজ বদলাবে। আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদায় নেবে। গরমের প্রকোপ বাড়বে, শীতের শেষ পরশ মিলিয়ে যাবে। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে গ্রীষ্মের দাপট। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার ও শনিবারও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ঝড়বৃষ্টির কারণে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের দক্ষিণভাগে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী দুইদিনে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। শীতের শেষে এই সামান্য তাপমাত্রা পতন সাময়িক হলেও দিনের বেলায় গরমের দাপট বজায় থাকবে। গরমের প্রস্তুতি শুরু করুন আবহাওয়ার এমন খামখেয়ালিপনা দেখে সাধারণ মানুষ ইতিমধ্যেই কনফিউশনে পড়েছেন। কখন কী পরবেন, সেই হিসেব রাখা যেন মুশকিল। সকালে ঠান্ডা, দুপুরে গরম, রাতে আবার ঠান্ডা। তবে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই গরমের প্রভাব শুরু হবে। তাই এখন থেকেই গরমের প্রস্তুতি শুরু করে দেওয়াই ভালো। বিশেষত যাঁরা উত্তরবঙ্গে যাবেন, তাঁদের সঙ্গে ছাতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে বলা হচ্ছে।
বাড়বে তাপমাত্রা, কত ডিগ্রি হবে?

আবহাওয়ার (Weather) পরিবর্তন হচ্ছে। বসন্তের (Spring) দ্বারে এসে হাজির হয়ে গিয়েছে উষ্ণতার বার্তা (Temperature Increase), বাড়বে তাপমাত্রা। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই বেশ গরম অনুভব করবে বঙ্গবাসী। সেই গরমে ঘেমে নেয়ে গলদঘর্ম হওয়ার দিন চলে এসেছে। মার্চ মাসে বসন্তের আমেজ থাকবে, সেই রকম পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Update)। এখনও পর্যন্ত ভ্যাপসা গরমের পূর্বাভাস না থাকলেও শুষ্ক গরম আবহাওয়া থাকবে। ‘লা নিনা’ র (la niña) প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে। বৃষ্টির পরিমাণ বেশি থাকে। কিন্তু গত দু’মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, সেভাবে বৃষ্টি (Rain) হয়নি। এর ফলে মার্চ মাসেও বৃষ্টিপাতের ঘাটতি হবে, বাড়বে তাপমাত্রা। এর প্রভাব পড়বে বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ বা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ বা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে, উত্তরবঙ্গে আবহাওয়ার কোনও বড় পরিবর্তন হবে না। আকাশ পরিষ্কার থাকবে। পার্বত্য এলাকায় দু’এক জায়গায় হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
তাপমাত্রা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

আবহাওয়ার ( Weather) খামখেয়ালিপনায় নাজেহাল সাধারণ মানুষ। শীতের (Winter) সময় উষ্ণ আবহাওয়া, অকালবৃষ্টি (Rain) আবার কখনও সকালের দিকে হালকা শীতের আমেজ, দুপুরে গরম জামা গায়ে রাখা যাচ্ছে না, রাতে ঠান্ডার শিরশিরানি আমেজ। ফের তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। কাল থেকে কলকাতার বেশ কিছু জায়গায় আকাশের মুখ ভার থাকলেও হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এর মধ্যে দক্ষিণবঙ্গ (South Bengal) কিংবা উত্তরে কোথাও বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে তার পরের দু’দিনে দক্ষিণঙ্গে আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে। ৩ মার্চ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাতেও সেই রকম হেরফের হবে না। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিকেলের দিকে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনজপুর এবং মালদার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
মার্চেই তাপপ্রবাহের সতর্কতা!

রাজ্যে বাড়বে গরমের দাপট। দিনের বেলা ক্রমশ বাড়ছে সূর্যের তাপ, রাতে ঠান্ডার অনুভূতি প্রায় নেই বললেই চলে। হাওয়া অফিস জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময় থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪o ডিগ্রির ঘরে পৌঁছবে। শুধু কলকাতা নয়। রাজ্যের অধিকাংশ জেলাতে ঊর্দ্ধমুখী হবে পারদ। ভারতীয় আবহাওয়া দফতর দিনকয়েক আগে রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। তবুও মার্চ মাসেই রাজ্যের কয়েকটি এলাকায় তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়াতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানে একটি ঘুর্ণাবর্ত সক্রিয় হয়েছে। ফলে, রাজস্থান ও আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। তাই দেশের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকলেও, গরম কমার সম্ভবনা নেই। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই বললেই চলে। মার্চ থেকে মে পর্যন্ত বাড়বে রাজ্যের তাপমাত্রা। মার্চ মাসের শুরুতেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভবনা। প্রবল গরমে মুখোমুখি হতে পারে রাজ্যবাসী। কেমন থাকবে সপ্তাহভরের আবহাওয়া? চলতি সপ্তাহে রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পারদ আরও চড়বে। বাড়বে গরমের প্রকোপ ও তাপপ্রবাহ। গরম মোকাবিলার জন্য সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া বিশেষজ্ঞদের।
চালু হচ্ছে নয়া পাসপোর্ট বিধি

পাসপোর্ট বিধি সংশোধন করবে কেন্দ্র সরকার। নয়া বিধিতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে পাসপোর্ট আবেদনকারীদের একমাত্র প্রমাণ জন্মের শংসাপত্র। জানা গিয়েছে, নতুন পাসপোর্ট বিধিতে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে ১ অক্টোবর ২০২৩-এ বা তারপর জন্মগ্রহণ করেছে এমন কোনও পাসপোর্ট আবেদনকারীকে জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসেবে জন্মের সার্টিফিকেট দিতে হবে। একই সঙ্গে এও জানানো হচ্ছে, সেই সার্টিফিকেট অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা বা তৈরি করা হতে পারে। ১৯৮০ সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য চলতি সপ্তাহে একটি সরকারি নোট জারি করা হয়। সরকারি গেজেটে সংশোধনী প্রকাশিত হলে নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। নয়া নিয়মের অধীনে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, ১ অক্টোবর, ২০২৩-এ বা তারপরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ ও মান্য করা হবে। আরও জানা গিয়েছে, অন্যান্য আবেদনকারীরা জন্মতারিখের প্রমাণ হিসেবে যে কোনও বিকল্প নথি জমা দিতে পারেন। সেক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসাবে জমা দিতে পারেন।
ঝামেলা মিটল কঙ্গনা রানাওয়াত ও জাভেদ আখতারের

সালিশিতে ঝামেলা মিটল কঙ্গনা রানাওয়াত ( Kangana Ranaut) ও জাভেদ আখতারের (Javed Akhtar) । পরস্পরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। পাঁচ বছরের আইনি লড়াইয়ের সমাপ্তি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও বর্ষীয়ান গীতিকার ও কবি জাভেদ আখতারের। সালিশিতে সমাধান সূত্র মেলার পর দুজনেই বান্দ্রার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে ব্যক্তিগতভাবে হাজির হন। । সমাধান সূত্র পেশ হতে যাবতীয় মামলার নিষ্পত্তি বিচারক এ কে আওয়ারি’র বেঞ্চে। উল্লেখ্য, ২০২০ সালের ১৯ জুলাই একটি টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করেছেন বলে রানাওয়াতের বিরুদ্ধে মানহানির অভিযোগ জাভেদের। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু বিতর্কের পরিপ্রেক্ষিতে অবাঞ্ছিতভাবে কঙ্গনা তাঁর নাম টেনেছেন বলেও অভিযোগ। মান্ডির সংসদ সদস্য কঙ্গনা এরপরেই জাভেদের বিরুদ্ধে ফৌজদারি হুমকি প্রদান, অর্থ আদায় এবং সম্ভ্রমহানির পাল্টা অভিযোগ আনেন। সম্প্রতি সালিশির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হতে পাঁচ বছরের সেই আইনি লড়াই বন্ধ হল।
‘দানিশ সিদ্দিকী সাংবাদিকতা পুরস্কার’ ঘোষণা

দানিশ সিদ্দিকী (Danish Siddiqui) । ২০২১ সালের ১৬ জুলাই আফগানিস্তানে আফগান সেনা ও তালিবানদের সংঘর্ষের মাঝে পড়ে নিহত হন এই তরুণ চিত্র সাংবাদিক (Photo Journalist)। তিনি কান্দাহারের (Kandahar) বলদাক অঞ্চলে আফগান (Afghanistan) নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছিলেন। এর আগে ২০১৮ সালে মায়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের উপর হওয়া অত্যাচারের ছবি তুলে ধরে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ সিদ্দিকী। এবার সেই জনপ্রিয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর প্রতি সম্মান জানিয়ে ‘দানিশ সিদ্দিকী জার্নালিসম ফাউন্ডেশন’ (Danish Siddiqui Foundation) পুরস্কার ঘোষণা করা হল। এই পুরস্কারের নাম ‘দানিশ সিদ্দিকী সাংবাদিকতা পুরস্কার’। সাহসিকতার জন্য ভারতে কর্মরত সমস্ত ভারতীয় ও বিদেশি সাংবাদিকরা এই পুরস্কার পেতে পারেন। জুরিতে রয়েছেন রাজদীপ সরদেশাই ( Rajdeep Sardesai), বৈষ্ণ রায় (Vaishna Roy), কিশলয় ভট্টাচার্য (Kishalay Bhattacharjee), গ্যাব্রিয়েল ফনসেকা (Gabrielle Fonseca)। দানিশ সিদ্দিকী ফাউন্ডেশন সাংবাদিকতায় নির্ভীক সাহসীকতা, সততা, সহানুভূতি এবং সত্যবাদিতা প্রদর্শনকারী সাংবাদিকদের পুরস্কৃত করার জন্য প্রথম এই পুরস্কারের ঘোষণা করেছে। এই পুরস্কারের লক্ষ্য প্রিন্ট মিডিয়া, চিত্র সাংবাদিকতা, ডিজিটাল ও সম্প্রচার মিডিয়াতে তাদের উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করা। দুইবার পুলিৎজার প্রাপ্ত সাংবাদিক দানিশ সিদ্দিকী তাঁর নির্ভীক সাংবাদিকতার জন্য জনপ্রিয় ছিলেন। সাহসিকতা ও নির্ভীকভাবে কাজের জন্য ভারতের কর্মরত সমস্ত ভারতীয় ও বিদেশ সাংবাদিকরা এই পুরস্কার পেতে পারেন। ১ জানুয়ারি ২০২৪ এবং ৩১ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে করা কাজের উপর ভিত্তি করে এই পুরস্কার নির্ধারণ করা হবে। মনোনয়ন ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত গ্রহণ করা হবে। পুরষ্কার অনুষ্ঠানটি চলতি বছরের ৪ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফাউন্ডেশন বোর্ডের সদস্য আখতার সিদ্দিকী জানিয়েছেন, সাংবাদিকতা এই পেশাকে সম্মান জানানোর জন্য এই পুরস্কারে আয়োজন।
পুরসভার ছুটির নোটিশ ঘিরে বিতর্ক তুঙ্গে

কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) হিন্দি মাধ্যম স্কুলগুলিতে সম্প্রতি একটি নির্দেশিকা (Leave Notice) জারি করা হয়েছিল, যেখানে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয় এবং ঈদের ছুটি দু’দিন বাড়ানো হয়। এই সিদ্ধান্তকে ঘিরে তুমুল বিতর্কের (Controversy) সূত্রপাত ঘটে। তাই শেষমেষ বুধবার সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেয় পুরসভা। একই সঙ্গে পুরসভা ক্ষমাও চেয়েছে এবং জানিয়েছে যে, আগের নিয়ম অনুযায়ী ছুটি বহাল থাকবে। একইসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, এই বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত তিনি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেয়নি। উল্লেখ্য, কলকাতা পুরসভার অধীনে থাকা একাধিক হিন্দি মাধ্যম স্কুলে সম্প্রতি ছুটির তালিকা সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। সেই তালিকায় দেখা যায়, বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে। অথচ ঈদের ছুটি দু’দিন বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, কেন দীর্ঘদিনের প্রথা বদলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাদ দেওয়া হল? তা নিয়ে বিতর্ক পৌঁছয় চরমে। বিতর্ক চরমে ওঠার পর, অবশেষে বুধবার কলকাতা পুরসভা আনুষ্ঠানিকভাবে জানায় যে, আগের নিয়ম অনুযায়ীই ছুটি বহাল থাকবে। অর্থাৎ, বিশ্বকর্মা পুজোর ছুটি আবার ফিরিয়ে আনা হয়েছে এবং ঈদের ছুটি পূর্বনির্ধারিত নিয়মেই থাকবে।
বৃষ্টি নিয়ে বড় আপডেট

দক্ষিণবঙ্গে (Sourth Bengal Weather) তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) খবর, আপাতত চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (District) আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না দক্ষিণবঙ্গে। কাল থেকে চড়বে পারদ। সপ্তাহান্তে অনেকটাই তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যেতে পারে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এবং সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। কুয়াশার দাপট থাকবে বেশ কয়েকটি জেলায়।