সপ্তাহের প্রথম দিনে মেট্রো থমকাল ২ বার

কলকাতা: সপ্তাহের কাজের প্রথমদিন দু’দফায় মেট্রো বিপর্যয়ে (Metro Service Disrupted) চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সোমবার সকালের ব্যস্ত সময় ২ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত রইল মেট্রো পরিষেবা। এদিন সকাল ৯টা থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বর পর্যন্ত স্তব্ধ হয়ে পড়ে মেট্রো চলাচল। ভাঙা পথে চলছিল মেট্রো। গিরিশ পার্ক (Girish Park) থেকে ময়দান (Maidan) পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। কবি সুভাষ থেকে ময়দান ও দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলছে। মাঝের কয়েকটি স্টেশনে আবার পুরোপুরি বন্ধ থাকল পরিষেবা। এর ফলে বিপাকে পড়েন যাত্রীরা। রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। ১১টা নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হলেও নতুন করে বিপত্তি দেখা দেয়। মেট্রো সূত্রেই জানা যায়, বেলগাছিয়া লাইনে আত্মহত্যার চেষ্টা হয়েছে। তিনি পুরুষ নাকি মহিলা তা এখনও জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে তাঁকে লাইন থেকে উদ্ধারের চেষ্টা চলছে। লাইন ফাঁকা না হওয়া পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এখন গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলছে। দক্ষিণেশ্বর থেকে মোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলছে। বাকি পরিষেবা বন্ধ। তার ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে দ্বিতীয় দফায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সকাল ৯টা নাগাদ চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের মাঝখানে লাইনে জল দেখা যায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সকাল ৯টা ০৫ থেকে ভাঙা পথে মেট্রো পরিষেবা চালু করা হয়। ১০টা ৫৮ থেকে আবার সম্পূর্ণ পথে মেট্রো চলতে শুরু করে। কিন্তু তার পরেই বিপত্তি। আত্মহত্যার চেষ্টার কারণে আবার থমকে যায় পরিষেবা। যাত্রীরা জানিয়েছে, সোমবার সকাল ৮টার পর থেকেই মেট্রোর গতি ধীর হতে শুরু করে। কোনও মেট্রো দমদম থেকে ছাড়তে দেরি করে। কোনওটা আবার স্টেশন ছাড়লেও তার পরেই থামতে থামতে এগিয়েছে। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে বিপাকে পড়েন অফিস এবং স্কুল, কলেজ যাত্রীরা। তাঁদের অভিযোগ, ভাঙা পথে চলার সময়েও বিঘ্নিত হয়েছে পরিষেবা। নির্ধারিত সময়ের পরে স্টেশনে এসেছে মেট্রো। ফলে প্রবল ভিড় জমেছে। প্রবল ভিড় জমেছে। ট্রেনের ভিতরেও একই অবস্থা। ভিড়ের চাপে দরজা বন্ধ হয়নি। কোনও যাত্রীর অভিযোগ একদিকে ভিড়ে দমবন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে ঠিকমতো এসি কাজ করেনি। ভিড়ে হাঁসফাঁস অবস্থা হয়। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা বিকল্প পথ বেছে নিয়েও বিপত্তিতে পড়েছেন। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় গিরিশ পার্ক, ময়দান স্টেশনের সামনে থিকথিক করছে মানুষের ভিড়। বাসে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে চলেছেন তারা। যদিও মধ্য কলকাতার একাধিক রাস্তায়ও জমা জলের জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ। ট্র্যাফিক অনেকটাই ধীর। ফলে শহরে তৈরি হয়েছে যানজট। রাতভর দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন মধ্য কলকাতার একাংশ (Water Logging in Kolkata)। সেন্ট্রাল অ্যাভিনিউতে হাঁটু জল (Central Avenue)। জল জমেছে মহাত্মা গান্ধী রোডেও (MG Road)। এছাড়াও, ঠনঠনিয়া-সহ একাধিক রাস্তায় জল জমেছে বলে খবর (Monsoon Update)। জল জমা এলাকায় গাড়ি কিছুটা ধীরে চলছে। যানজটের কারণে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। ভোগান্তিতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন মানুষজন।

একাধিক জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা: সপ্তাহখানেক ধরে বর্ষার (Monsoon) ঝিরঝিরে বৃষ্টিতে (Rain Update) ভিজছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হলেও দক্ষিণের জেলাগুলিতে সেভাবে মুষলধারে বৃষ্টি হয়নি। তবে ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ। তার জেরে এবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, বঙ্গোপসাগর তৈরি ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং এটি বাংলাদেশ ও ভারতের উপকূলবর্তী এলাকাগুলিকে প্রভাবিত করছে। ইতিমধ্যেই সেই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হয়েছে উত্তর ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে রবিবার দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এছাড়াও কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ফের ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিকে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

ইজরায়েলকে কড়া বার্তা ইরানের

ওয়েব ডেস্ক: ইজরায়েল-ইরান সংঘাত (Israel-Iran Conflict) থামানোর প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ‘ড্যাডি’ বলে সম্বোধন করেছিলেন ন্যাটোর (NATO) সেক্রেটারি জেনারেল। সেই নিয়ে বিশ্ব রাজনীতিতে তুমুল চর্চা হয়েছিল। আর এবার এই রসিকতার মন্তব্যকে হাতিয়ার করে আমেরিকাকে কটাক্ষ করল ইরান (Iran)। ইজরায়েলকে নিশানা করে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ‘ড্যাডি’ ট্রাম্পকেও ছাড়ল না তেহরান। শুক্রবার ট্রাম্প এবং মার্ক রুত্তের এই কথোপকথনের ভিডিও সামনে আসার পরেই শনিবার কটাক্ষের সুর শোনা গেল ইরানের বিদেশমন্ত্রীর তরফে। আব্বাস আরাঘচি (Abbas Araghchi) এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “মহান ও শক্তিশালী ইরান ইতিমধ্যেই বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে ইজরায়েলি শাসকদের ‘ড্যাডি’র শরণ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।” একই পোস্টে তিনি আরও হুঁশিয়ারি দেন, “যদি ইজরায়েল ফের কোনও ভুল পথে হাঁটে, তাহলে ইরান তার আসল সামরিক শক্তি দেখাতে দ্বিধা করবে না। তখন বিশ্ব বুঝে যাবে ইরান ঠিক কতটা ভয়ঙ্কর।” এর পাশাপাশি ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনিকে (Ali Khamenei) অসম্মান করলে কোনও সমঝোতা সম্ভব নয় বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন আরাঘচি। তাঁর বক্তব্য, “যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই পরমাণু চুক্তি নিয়ে আগ্রহী হন, তাহলে তাঁর উচিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির প্রতি সম্মান দেখানো। তাঁর সমর্থকদের হৃদয়ে আঘাত করলে সম্পর্ক আরও অবনতি ঘটবে।” The complexity and tenacity of Iranians is famously known in our magnificent carpets, woven through countless hours of hard work and patience. But as a people, our basic premise is very simple and straightforward: we know our worth, value our independence, and never allow anyone… — Seyed Abbas Araghchi (@araghchi) June 27, 2025 প্রসঙ্গত, ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প বলেছিলেন, “ইরান ও ইজরায়েল একেবারে স্কুলে মারামারির মতো আচরণ করছিল। কখনও কখনও এমন দুই পক্ষকে দু-তিন মিনিট ঝগড়া করতে দিতে হয়। তারপর ‘ড্যাডি’ হিসেবে হস্তক্ষেপ করতে হয়।” মার্কিন এক আধিকারিকের মুখে সেই মুহূর্তে শোনা গিয়েছিল ‘ড্যাডি’ শব্দটি, যা মুহূর্তে ভাইরাল হয়।

কলকাতায় ল’কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ

কলকাতা: খাস কলকাতায় ল’কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক জন ল’কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মী। বাকি দু’জন কলেজের বর্তমান পড়ুয়া। বুধবার, ২৫ জুন এই ঘটনার পর নির্যাতিতা তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেফতার করা হয়। এক জনকে মধ্যরাতে ধরে পুলিশ। সূত্রের খবর, তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁরা সকলেই ল’কলেজের সঙ্গে যুক্ত। এই তিন অভিযুক্তের মধ্যে এক জন কলেজ ক্যাম্পাসের ভিতরে তরুণীকে ধর্ষণ করেন। ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ‘জে’, ‘এম’ এবং ‘পি’ নামে চিহ্নিত করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। সাক্ষীদের বয়ানও রেকর্ড করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং বর্তমানে তা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হবে। পুলিশ জানিয়েছে, এফআইআরে নাম থাকা দু’জনকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক জনকে এবং ৭টা ৩৫ মিনিটে এক জনকে গ্রেফতার করে পুলিশ। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃতীয় অভিযুক্তকে। তিন জনের কাছ থেকেই নিয়ে নেওয়া হয়েছে তাঁদের মোবাইল ফোন।

বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

ওয়েব ডেস্ক: আজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) প্রতিটি তুমুল বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস। ভাসবে একাধিক জেলা। জেলায় জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে। ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত (Cyclone)। শনিবার অর্থাৎ ২৮ জুন পর্যন্ত বৃষ্টিপাত চলবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipure Weather Office)। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বইবে ঝোড়ো হাওয়া। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৭ জুন রথযাত্রার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুরে ভারীর সম্ভাবনা কম। বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি আছে। উত্তরবঙ্গেও সব জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। আজ জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এছাড়া ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। ২ জুলাই পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই লাগাতার বৃষ্টি চলতে থাকবে। ১ জুন দক্ষিণের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৮ তারিখ উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে ওইদিন। ২৯ জুনও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ৩০ জুন ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আর ১ জুন শুধুমাত্র জলপাইগুড়িতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা আছে। সেদিন আবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। আজ, ২৬ জুন, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

ওয়েব ডেস্ক: ২৭ জুন শুক্রবার রথযাত্রার দিন (Rath Yatra 2025) পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা (Rath Yatra Weather Update)। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। শুক্রবার পূর্ব-পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভবনা (Weather Update)। উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

কোন জেলায় বৃষ্টির কী অবস্থা?

কলকাতা: বাংলায় দফায় দফায় ঢুকছে বর্ষা (West Bengal Rain Update)। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবেশ করার পরেও টানা বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ভরা বর্ষাতেও ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। হাওয়া অফিস জানিয়েছে, ফের রিস্টার্ট নিতে চলেছে বর্ষা (Rain Forecast)। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নতুন সিস্টেম তৈরি হতে শুরু করেছে। চলতি সপ্তাহের মাঝামাঝি শুরু হতে পারে ঘূর্ণাবর্ত। যেটি শক্তি বাড়িতে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে, ফের ঝিমিয়ে পড়া বর্ষা চাঙ্গা হয়ে উঠবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৫ জুন উত্তাল হতে পারে সমুদ্র। সোমবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে কিছুটা হলেও কমবে বৃষ্টির দাপট। বুধবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভবনা হাওড়া ও হুগলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও (Rain Forecast in North Bengal)। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে। চলবে মঙ্গলবার পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

প্রাথমিক গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী, দ্বিতীয় বিজেপি

সকাল ৮টায় ভোটগণনা শুরু হল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে (Kaliganj Assembly Bypoll)। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। গণনাকেন্দ্রে আঁটসাঁট নিরাপত্তা বন্দোবস্ত রাখা হয়েছে। প্রাথমিক গণনায় এগিয়ে তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি পেয়েছেন ৪৫৪৫টি ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১৮৩০টি ভোট। আর তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ১১১২টি ভোট। নোটার ঝুলিতে গিয়েছে ১০৫টি ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাকেন্দ্রের দু’টি ঘরে ১৬টি টেবিলে চলবে সমগ্র গণনা প্রক্রিয়া। তবে রাউন্ডের সংখ্যা কিছুটা বাড়ায়, দুপুরের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী কমিশন।কমিশন জানিয়েছে, মোবাইল বা ক্যামেরা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র সাদা কাগজ এবং কলম নিয়ে প্রবেশের অনুমতি মিলবে। সাংবাদিকদের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে নির্দিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ছবি তোলার অনুমতি থাকবে। গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালট দিয়ে, তার পর একে একে খোলা হবে ইভিএম।

ইরান-ইজরায়েল যুদ্ধে এন্ট্রি আমেরিকার

ওয়েব ডেস্ক: ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে আমেরিকা (USA)- দিন দুয়েক আগেই এই আশঙ্কা করা হয়েছিল। আর সেটাই শেষমেষ সত্যি হয়ে দাঁড়াল। ইজরায়েল-ইরান যুদ্ধে (Iran-Israel War) এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। শনিবারই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে (Iran Nuclear Plants) বিমান হামলা চালায় মার্কিন সেনা। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সেনার এই অভিযানের কথা নিশ্চিত করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান— এই তিনটি পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে আমেরিকার বায়ুসেনা। এর মধ্যে ফোরদোতে গুচ্ছবোমা ফেলা হয়েছে। ট্রাম্প আরও জানান যে, হামলা চালানোর পর সমস্ত মার্কিন বিমান নিরাপদে ফিরে এসেছে। মার্কিন সেনাদের সাহসিকতা ও নিখুঁত পরিকল্পনার জন্য অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার বার্তায় ট্রাম্প লিখেছেন, “এখন শান্তির সময়।” হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, শনিবার ভোরে মিসৌরির ওসাইটম্যান ঘাঁটি থেকে মার্কিন বি-২ বোমারু বিমানগুলি প্রশান্ত মহাসাগরের আকাশপথে রওনা দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই সেই বিমানগুলি ইরানের তিন পরমাণু কেন্দ্রে আক্রমণ চালায়। হামলার পর ট্রাম্প ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয় বলেও খবর মিলেছে। উল্লেখ্য, এর আগেই ইরানকে দুই সপ্তাহ সময়সীমা দিয়েছিল আমেরিকা— হয় কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে, নইলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান হুঁশিয়ারি দিয়েছিল— ইজরায়েল হামলা বন্ধ না করলে আমেরিকার সঙ্গে কোনও ইউরেনিয়াম চুক্তি হবে না। এক দিন পরেই এই পদক্ষেপ নিল আমেরিকা। তবে এই অভিযানে ইজরায়েল যুক্ত ছিল না বলেই দাবি মার্কিন প্রশাসনের।

SSC-এর ভাতাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি-র কর্মীদের এখনই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। কারণ রাজ্যের এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order) জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৬ সেপ্টেম্বর কিংবা আদালতের পরবর্তী নির্দেশ দেওয়ার আগে রাজ্য কোনওরকম ভাতা দিতে পারবে না বলে রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি চলে গিয়েছে ২০১৬ সালের এসএসসি (SSC) প্যানেলে থাকা ২৬ হাজার জনের। তাঁদের মধ্যে গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের দাবি ছিল, চাকরিহারাদের এভাবে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে বিসদৃশ। বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশে টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন। কোন মাপকাঠির ভিত্তিতে ২০ এবং ২৫ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা জানতে চান তিনি। স্ক্রুটিনি না করে তড়িঘড়ি কেন ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা নিয়েও বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে রাজ্যের পক্ষের আইনজীবী এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে মামলাকারীদের তরফে পাল্টা বলা হয়, রাজ্যে স্থির করতে পারে না কে মামলা করবে। গত শুক্রবার শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি সিনহা। এই শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন তিনি। সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই হলফনামা জমা পড়ার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে মামলাকারীদের।