সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন (Budget Session 2025) শুরু হল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose) ভাষণ দিয়ে সূচনা হবে। গত বাজেট হয়েছিল রাজ্যপালের ভাষণ ছাড়াই। আগামী বুধবার বিকেল ৪টেয় রাজ্য বাজেট প্রস্তাব পেশ হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে চমক থাকবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, টানা ১৪ মাসের বন্দিদশা কেটেছে জানুয়ারি মাসে। রবিবার ১৫ মাস পরে নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় পা রেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। মুক্তির প্রায় দিন ২৫ পর নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের সংবর্ধনায় ভেসে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী। হাবড়া বিধানসভা থেকে তিন বার বিধায়ক হয়েছেন বালু। স্বভাবতই তাঁর রবিবেলার প্রত্যাবর্তনে হাবড়া তৃণমূলের কর্মীমহল ধরে নিয়েছে যে, আগামী বছর বিধানসভা নির্বাচনে বালুই আবার তাঁদের প্রার্থী হবেন। কিন্তু উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের অন্দরমহলে খোঁজ নিলে ভিন্ন কথা শোনা যাচ্ছে।