২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifying) একেবারেই ভালো পারফরম্যান্স নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil)। ১১টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনা, উরুগুয়ে এবং কলম্বিয়ার পর চতুর্থ স্থানে আছে তারা। দিনকয়েক আগে ভেনিজুয়েলার বিরুদ্ধে ১-১ ড্র করেন ভিনিসিয়াস জুনিয়ররা (Vinicius Jr)। ভিনি নিজে পেনাল্টি নষ্ট করেন। ভারতীয় সময় বুধবার ভোর ৬.১৫টায় শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে খেলার আগে দলের পাশে থাকতে সমর্থকদের উদ্দেশে আবেদন জানালেন অধিনায়ক মারকুইনহোস (Marquinhos)।
পিএসজি ডিফেন্ডার বলেন, “এমন অনেক কিছুই ঘটেছে যার ফলে জাতীয় দলের প্রতি আশা হারিয়েছেন সমর্থকরা, আমরা তবু অনুরোধ করব, তাঁরা যেন দলের প্রতি আবেগ হারিয়ে না ফেলেন।” হেড কোচ ডোরিভাল জুনিয়র জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন বেশিদিন হয়নি। তাছাড়া দল এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। মারকুইনহোস এ সময়ে সমর্থকদের বলছেন আস্থা রাখতে।