কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: কালীগঞ্জ (Kaligunge) উপনির্বাচনে (By Election) প্রার্থী ঘোষণা করল বিজেপি (Bjp)। তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের পর তৃতীয় দল হিসেবে প্রার্থী ঘোষণা করল তারা। উপনির্বাচনে স্থানীয় নেতা আশিস ঘোষকে (Ashish Ghosh) প্রার্থী হিসেবে বেছে নিল রাজ্য বিজেপি। আশিস ও তাঁর স্ত্রী দীর্ঘদিনের বিজেপি কর্মী ও আদি অংশের প্রতিনিধি।

প্রাক্তন মণ্ডল সভাপতি আশিস বর্তমানে কৃষ্ণনগর মহকুমায় দেবগ্রাম পঞ্চায়েতের সদস্য। এর আগে ওঁর স্ত্রী ওই পঞ্চায়েতের সদস্য ছিলেন। জেলার নেতা হিসেবে কালীগঞ্জ বিধানসভার আহ্বায়কের দায়িত্ব সামলাচ্ছিলেন আশিস। উপনির্বাচনে তাঁর উপরেই ভরসা রাখল দল। যদিও এই উপনির্বাচন চায়নি বিজেপি। তাঁদের স্পষ্ট মত ছিল, আট-নয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন। এই সময় উপনির্বাচন করার অর্থ জনগণের টাকার অপব্যয়। তৃণমূলের অবশ্য কটাক্ষ ছিল, যখনই নির্বাচন হোক, বিজেপি হারবে, তৃণমূল জিতবে। তাই বিজেপির এই নিয়ে মাথা ঘামানো উচিত নয়।

কিছুদিন আগেই তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কালীগঞ্জ থেকে ঘাসফুলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলিফা আহমেদ। আলিফা প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা। তৃণমূলের প্রতীকে আলিফাকে বেছে নেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন আলিফা। আগামী ১৯ জুন উপ নির্বাচন।

Share the Post:

Related Posts