শেয়ার বাজারে (Share Market) বড় ধ্বস। গত দু’দিনে একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দর। ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় কমেছে ২৭০০ টাকা। মঙ্গলবার শহরে ২৪ ক্যারাট সোনার দাম ৬৫০ টাকা কমেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী দিনে সোনার দামে আরও বড়সড় পতন হতে পারে! তারা জানিয়েছেন, ৩৮ শতাংশ কমে ফের ৫৫,০০০ টাকা থেকে ৫৬,০০০ টাকার স্তরে পৌঁছাবে।
দেশের অধিকাংশ শহরেই কমে গিয়েছে সোনার দাম। ৭ এপ্রিল সোনার দাম ১৯২৯ টাকা কমে প্রতি গ্রামে ৮৯,০৮৫ হয়। মঙ্গলবার ২৪ ক্যারেট থেকে ১৪ ক্যারেট পর্যন্ত সোনার দাম এবং ১ কেজি রুপোর দর দেখে নিন…।
২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৮,৩০৬ টাকা।
২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৭,৯৫২ টাকা।
২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮০,৮৮০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৬, ২৩০ টাকা।
১৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১, ৬৫৯ টাকা।
পাশাপাশি, প্রতি কেজি রুপোর দাম ৮৯,৫৮০ টাকায় পৌঁছেছে।