ওয়েব ডেস্ক: আবারও এক সাহসী পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। ভূমির কোমরে জড়ানো সাদা শাড়ি, সঙ্গে পরেছেন সাদা ব্রালেট ব্লাউজ। সেখানেই শেষ নয়, ব্লাউজ়ের উপরে রয়েছে স্বচ্ছ কাচের মতো আস্তরণ। ঊর্ধ্বাঙ্গে দুই বক্ষযুগল জড়িয়ে উঠেছে দুই সোনালি সাপ। এমন সাহসী পোশাক পরে দিব্যি ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা। কিন্তু তাঁর এই ভিডিও ভাইরাল হতেই ট্রোলের বন্যা বয়ে গিয়েছে নেট পাড়ায়।
ভূমির পোশাকের নেপথ্যে রয়েছে কাহিনি। এই পোশাকটিতে আসলে রয়েছে দক্ষিণী ছোঁয়া। কর্নাটক ও তামিলনাড়ুর ভুটা কোলা নৃত্য পরিবেশনের সময় এই বিশেষ প্রকার পোশাক পরার চল রয়েছে।