ওয়েব ডেস্ক: বড় পর্দায় আজ অর্থাৎ একই দিন মুক্তি পেল ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম আগেন’। দু’টি ছবিই তারকাখচিত। দু’টি ফ্রাঞ্চাইজিই বক্স অফিসে হিট। এমন সময় দু’টি ছবিকেই নিষিদ্ধ করে দিল সৌদি আরব প্রশাসন।
দাবি, এই দুই ছবির বিষয়বস্তুই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তাই সৌদি আরবে মুক্তি পাবে না কার্তিক আরিয়ান ও অজয় দেবগনের ছবি। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে দেশে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশে ছবি দু’টি নিষিদ্ধ হলেও ভারতে উৎসাহের অন্ত নেই।