নবান্ন থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ২০১৯-২২ দিকে করোনা (Corona) মহামারির (Epidemic) আকার নিয়েছিল গোটা দেশে। শয়ে শয়ে মানুষের মৃত্যু, লকডাউন, চাকরি খুইয়ে তলানিতে ঠেকেছিল অর্থনীতি। মুখে সদা সর্বদা মাস্ক, হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার ছাড়াও মানুষে মানুষে একটা ভয় তৈরি হয়েছিল। দীর্ঘ সময় গৃহবন্দি জীবনে অনেক কিছুই হারিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। কিন্তু ফের করোনা হাজির হয়েছে দুয়ারে। নিজের রূপ পরিবর্তন করে সে আবার ভয় ধরাতে এসে গেছে। এই সপ্তাহেও বাংলায় দ্বিতীয় মৃত্যু হয়েছে। রাজ্যের এই নিয়ে প্রাণ গেল মোট দুজন করোনা আক্রান্তের। অবশ্য, রাজ্যের স্বাস্থ্য ভবনের দাবি, করোনার কারণে মৃত্যু হয়নি ওই ব্যক্তির। মৃতের চিকিৎসা সংক্রান্ত সকল নথি বিশ্লেষণ করে তারা জানিয়েছে, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হলেও, তার মৃত্যুর কারণ করোনা নয়। শারীরিক অন্যান্য জটিলতার কারণে মৃত্যু হয়েছে। সোমবার বাংলায় উদ্ভূত করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বার্তা পরিস্থিতি একদমই আশঙ্কাজনক নয়, অযথা ভয় পাওয়ার কিছু নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে। প্য়ানডেমিক আর হবে না। তবে সতর্ক থাকা ভালো। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতাল রয়েছে।  সমস্ত ব্যবস্থা আছে সেখানে, প্রয়োজনে সেখানে চিকিৎসা করাবেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত। বিশেষ করে যারা কোমর্বিডিটিতে আক্রন্ত তারা চিকিৎসা করান। গত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বে করোনার আক্রান্তের সংখ্যা ক্রমশই ঊর্ধমুখী। সেই তালিকায় রয়েছে ভারত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করেছে। সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। বাংলাতেও গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৪টি। যার জেরে বাংলা জুড়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৭। পাশাপাশি, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ৩৫৮ জন। মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্য়া ৬ হাজার ৪৯১ জন।

RBI’s surprise rate cut puts rupee under pressure

The Reserve Bank of India’s surprise 50 basis point rate cut last week may have been a shot in the arm for growth, but it could come at a cost. Analysts quoted in a Reuters report warned that the move has left the rupee vulnerable to further depreciation by eroding foreign exchange forward premiums and weakening the currency’s carry trade appeal. The rupee has already lagged behind its Asian peers in 2025, weighed down by tepid capital inflows. Now, with the RBI easing faster than the US Federal Reserve, the narrowing interest rate differential is expected to keep the rupee on the back foot. The fallout has been immediate. The 1-month USD/INR forward premium—sensitive to liquidity conditions—slipped to 7.5 paisa, its lowest since November. The 1-year premium, more closely tied to the U.S.-India rate gap, dropped to 1.5250 rupees, the weakest in nearly a year. Lower forward premiums make the rupee less attractive for carry trades, where investors borrow in low-interest-rate currencies to invest in higher-yielding ones. Exporters, who typically hedge their future receivables, may find less incentive to do so. On the other hand, importers—looking to cover near-term obligations—could ramp up hedging, further pressuring the market. The result? A more volatile rupee, with fewer buffers against global shocks. The RBI’s 50 bps repo rate cut, well above the expected 25 bps, came alongside a reduction in the cash reserve ratio, signalling a strong shift toward growth-supportive policy amid subdued inflation.

দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি?

কলকাতা: দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী দু’দিনে ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বর্ষার দেখা পাওয়া যাবে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। উত্তরে বর্ষার প্রবেশ হলেও দক্ষিণে এখনই বর্ষা (Rain Update) নয় বলে স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিংসহ কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কেচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও, চলতি বছরে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণে প্রবল তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বর্ষা প্রবেশ না করলেও প্রাক বৃষ্টি হয়েছে শহর কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু এলাকায়। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে বুধবারের পর থেক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও, আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জিওর ধামাকা অফার

ওয়েব ডেস্ক: টেলিকম ইন্ডাস্ট্রির দুনিয়ায় আলোড়ন। ধামাকাদার অফার এনেছে রিলায়েন্স জিও (Relianace JIO New Recharge Plan)! এসে গিয়েছে জিও-র সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান (Recharge Plan)! অনেকেই মাসিক রিচার্জ করেন। কেউ কেউ আবার তিন মাস অন্তর রিচার্জ করেন। তবে হাতে গোনা ক’জনই বা বছরভরের প্ল্যান কেনেন? কারণ, এক ধাক্কায় অনেকটা টাকা বেরিয়ে যায়। তাই অনেকে চাইলেও তা করতে পারেন না। এবার সেই সমস্ত গ্রাহকদের কথা ভেবেই জিও নিয়ে এল ১১ মাসের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। যে প্ল্যানের মধ্যে রয়েছে দুর্দান্ত কিছু অফারও। ১১ মাসের এই রিচার্জের মূল্য ১৭৪৮ টাকা। এই প্ল্যান লোকাল ও STD দু’ধরনের কলই করা যাবে। এছাড়াও ৩৬০০ SMS পাঠাতে পারবেন। ৩৬৬ দিন ধরে ব্যবহার করা যাবে এই প্ল্যান। তবে এই প্ল্যানে মিলবে না কোনও ইন্টারনেট পরিষেবা। ব্যবহারকারীরা দুটি অ্যাপ কোনও সাবস্ক্রিপশন ছাড়াই ব্যবহার করতে পারেন। পাবেন Jio TV ও Jio AI Cloud-এর সুবিধা। Jio Tv ব্যবহারের জন্য ব্যবহারকারীরা যে নম্বরে রিচার্জ করেছেন সেই নম্বরে লগ ইন করতে হবে। Jio AI Cloud-এর ব্যবহারও সহজ। অ্যাপটি ইনস্টল করলেই সব ধরনের ডেটা আপলোড করতে পারবেন।

প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি!

ওয়েব ডেস্ক: চলছিল নির্বাচনের (President Election) প্রচার। কলম্বিয়ার (Colombia) জনগণের সামনে নিজের বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগেল উরিবে (Miguel Uribe)। আচমকা গুলির (Shot) শব্দ, মাটিতে লুটিয়ে পড়লেন দেশের বিরোধী সেনেটর। তাৎক্ষণিকভাবে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে প্রাণে বাঁচেন প্রেসিডেন্ট পদ প্রার্থী উরিবে। এখন আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কলম্বিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। তার মধ্যে এক ভিডিওতে দেখা যায়, ৩৯ বছর বয়সি উরিবে জনসমক্ষে বক্তব্য রাখছিলেন। আচমকাই গুলির শব্দ শোনা যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় তিনি একটি সাদা গাড়ির ওপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। আশপাশে কয়েকজন ব্যক্তি তাকে ধরে রাখছেন। কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অন্তত একটি গুলি উরিবের ঘাড় অথবা মাথায় লেগেছে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে এক ১৫ বছর বয়সি কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল লুস আদ্রিয়ানা কামারগো। প্রসঙ্গত, উরিবে ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির সদস্য। তিনি গত অক্টোবরেই জানিয়ে দেন যে, ২০২৬ সালের প্রেসিডেন্ট পদের জন্য যে নির্বাচন হবে, তাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর জন্ম কলম্বিয়ার এক খ্যাতনামা রাজনৈতিক পরিবারে। তাঁর দাদু হুলিও সেসার তুরবায় ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দেশের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর মা ডায়ানা তুরবায় একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন। এদিকে উরিবে ২০২২ সাল থেকে কলম্বিয়ার সেনেটে রয়েছেন।

India cuts poverty rate to 5.25 per cent in 2022-23

India has emerged as a crucial factor in offsetting a sharp global rise in poverty following the World Bank’s announcement of a significant revision to the International Poverty Line (IPL). The Bank raised the IPL from USD 2.15 per day (2017 purchasing power parity) to USD 3.00 per day (2021 PPP), a shift that would have otherwise increased the global tally of extreme poor by 226 million people. India’s updated consumption data and improved survey methodology played a pivotal role in cushioning the impact-bringing its own poverty rate down to 5.25 per cent in 2022-23 under the new threshold, and contributing to a net global increase of just 125 million, a government release said, citing World Bank data. “India’s poverty decline is a story of technical refinement meeting policy results. In the face of a raised poverty benchmark, India showed that more honest data, not diluted standards, can reveal real progress. As the global community recalibrates poverty goals, India’s example sets a precedent: evidence-based governance, sustained reforms, and methodological integrity can together deliver transformational outcomes,” the release said. The country’s poverty rate dropped sharply from 16.22 per cent in 2011-12 to just 5.25 per cent in 2022-23. In absolute numbers, India reduced its population living under the poverty line from 205.9 million in 2011-12 to 75.2 million in 2022-23, marking a remarkable decline of over 125 million.

সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা!

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গে বর্ষা (Monsoon Update) এলেও গরমের হাত থেকে রেহাই মিলছে না কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। শুক্রবার রাতে সামান্য বৃষ্টিতে (Rain) কিছুটা স্বস্তি মিললেও, শনিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ভ্যাপসা গরমে আরও অস্বস্তি বাড়বে। দক্ষিণে বর্ষায় বিলম্ব, বাড়বে গরম! হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। পশ্চিম ভারতের গরম এবং শুষ্ক লু-র সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংঘাতে এক ধরনের অস্থির আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী কয়েক দিনে পশ্চিমের শুষ্ক হাওয়ার প্রভাব থাকবে প্রবল, যার ফলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না। আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, ১২ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা খুবই কম। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস শুক্রবার রাতের বৃষ্টির জেরে শনিবার সকালে শহরের তাপমাত্রা কিছুটা কমে গেলেও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রবিবার ও সোমবার শহরে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, এবং পারদ চড়বে। মঙ্গলবার থেকে কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেটি সাময়িক। এর ফলে গরম থেকে মুক্তির আশা আপাতত নেই। উত্তরেও কমবে বৃষ্টি উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। আজ থেকে বৃষ্টি কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। রবিবার থেকে উত্তরবঙ্গে কোনও বিশেষ আবহাওয়ার সতর্কতা জারি হয়নি।

‘সামার ফেস্টিভাল’ শুরু দার্জিলিংয়ে

দার্জিলিং: বাঙালির প্রিয় পর্যটন স্থল হল দিপুদা অর্থাৎ দিঘা, (Digha) পুরী (Puri) ও দার্জিলিং (Darjeeling)। ছুটির মরসুমে পায়ে চাকা লাগিয়ে হুজুগে পর্যটকদের (Tourists) ঢল নামে এই জায়গাগুলিতে। বছরের প্রায় অধিকাংশ সময়ে এই জায়গাগুলিতে থিক থিক করে পর্যটকদের ভিড়। তবে এই গরমের মরসুমে ছুটি কাটাতে ও নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দু-চোখ মেলে উপভোগ করতে অধিকাংশ পর্যটকই বেছে নেন পাহাড়ের রানী দার্জিলিংকে (Darjelling)। বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha), সুস্বাদু মোমো (Tasty Momo) ও সুগন্ধি চা (Smelled Tea) মূলত এই তিনের টানেই পর্যটকরা ছুটে যায় দার্জিলিং (Darjeeling) এর বুকে। তবে এই গরমে দার্জিলিঙের মূল আকর্ষণ হিমালয়ান রেলওয়ের ‘সামার ফেস্টিভাল’ (Summer Festival)। প্রতিবছরের মতো এবছরেও দার্জিলিঙে আয়োজন করা হয়েছে এই নজরকাড়া ফেস্টিভাল (Festival)। শুরু হয়েছে ৮ জুন থেকে, চলবে ১৫ জুন পর্যন্ত। এই উৎসবের আমেজে ঘুম রেল স্টেশনের (Ghum Rail Station) এক অন্য ছবি ধরা পড়েছে। দেশ বিদেশের পর্যটকদের মনোরঞ্জন দিতে এই উৎসবে জায়গা পেয়েছে ইউনিভার্সাল মোশন আর্টস ফিল্ম ফেস্টিভাল ধ্রুমা (Universal Motion Arts Film Festival Dhruma)। যা আগামী ১৪ জুন কার্শিয়াংয়ের আরপি বয়েজ হাইস্কুলে আয়োজিত হবে। বিভিন্ন ধরনের তথ্যচিত্রের সম্ভারে সেজে উঠবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানকে জমজমাট করতে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের বহু জনপ্রিয় মানুষজন। তবে শুধু ফিল্ম ফেস্টিভাল নয়, এই অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ অঙ্কন প্রতিযোগিতা (Drawing Competition)। জানা গিয়েছে, কার্শিয়াংয়ে ডিএইচআর-এর সদর দফতর এলিসিয়া প্যালেসে এই অঙ্কন প্রতিযোগিতার (Drawing Competition) আয়োজন করা হবে। পর্যটকদের ভরপুর বিনোদনের জন্য থাকছে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, চলচ্চিত্র সহ একাধিক কর্মসূচি। তাই এই গরমে দার্জিলিং না গেলে কিন্তু অনেককিছু মিস করতে হবে।

চিন্নাস্বামী কাণ্ডে বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রথম আইপিএল (IPL 2025) খেতাব জেতার পর বেঙ্গালুরুতে ট্রফি প্যারেড করেছিল আরসিবি (RCB)। চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছিল সেলিব্রেশন। মুহূর্তের মধ্যে আনন্দ বদলে যায় কান্নায়। সেখানেই ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জন মারা গিয়েছেন। আহত অসংখ্য। তারই জেরে বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। কাবন পার্ক থানায় অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে। এ দিন সকালেই নিখিল সোসালে নামের এক আরসিবি কর্মীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচএম ভেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ বছরের প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুলিশের অনুমতি না মেলায় সেদিন হুড খোলা বাসে সেলিব্রেশনের আয়োজন বাতিল হলেও সেদিনই চিন্নাস্বামীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু’লক্ষেরও বেশি মানুষ স্টেডিয়ামের বাইরে জমায়েত করেন। স্টেডিয়ামে যখন সেলিব্রেশন চলছিল বাইরে তখন পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। প্রায় পাঁচ হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিতিতেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। গোটা ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই কাঠগড়ায় আরসিবি কর্তৃপক্ষও। বিরাটকে নিয়েও কেউ কেউ অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, বিরাট কেন এই বিষয় নিয়ে মুখ খুললেন না। এরপর শুক্রবার বিরাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকেই আকাশের মুখভার। আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম এখনই কমছে না। মঙ্গলবার রাতের বৃষ্টির পর থেকে গরমের কারণে অস্বস্তি সামান্য কমলেও আকাশ মেঘলা থাকার কারণে ফের হাঁসফাঁস পরিস্থিতি। কোথাও কোথাও ভ্যাপসা গরমের সঙ্গেই পাল্লা দিয়ে দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে শুক্রবার থেকে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাকি জেলায় ঝড়ের প্রকোপ কম থাকলেও সব জেলাতেই কমবেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের আট জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।