পরমাণু অস্ত্রসংখ্যায় শীর্ষে রাশিয়া

ওয়েব ডেস্ক: বিভিন্ন দেশের হাতে কত পরমাণু অস্ত্র রয়েছে, তা প্রকাশ্যে আনল সুইডেনের প্রতিরক্ষা সংক্রান্ত নজরদার সংস্থা স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা ‘সিপ্রি’ (SIPRI Report)। সেই রিসার্চ অনুসারে, ন’টি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে (৫,৪৫৯)। পরমাণু অস্ত্রের সংখ্যার নিরিখে তার পরেই রয়েছে আমেরিকা (৫,১৭৭)। ভারত এবং পাকিস্তানের কাছে কত পরমাণু অস্ত্র রয়েছে, তাও প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, ভারতের ঝুলিতে রয়েছে ১৮০টি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি পরমাণু অস্ত্র। তবে পরমাণু অস্ত্রের সংখ্যার নিরিখে ভারত এবং পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে চিন (৬০০)। প্রতিবেদন অনুসারে, ২০২৪ সাল থেকে ভারত ধাপে ধাপে নিজের পরমাণু অস্ত্রভান্ডারকে আরও বিস্তৃত করেছে। ‘সিপ্রি’র প্রতিবেদন বলছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৬২টি দেশ অস্ত্র কিনেছে। তবে অস্ত্র কেনার নিরিখে প্রথম পাঁচটি দেশ হল ইউক্রেন, ভারত, কাতার, সৌদি আরব এবং পাকিস্তান। এই পাঁচটি দেশ একত্রে ওই চার বছরে বিক্রি হওয়া মোট অস্ত্রের ৩৫ শতাংশ ক্রয় করেছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ওয়েব ডেস্ক: অবশেষে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে। তবে নির্ধারিত সময়ের দুদিন পর থেকে দক্ষিণে শুরু হল বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি বছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে উত্তরে। গত ২৯ মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় টানা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় । সাধারণত, উত্তরে বর্ষা ঢোকার একসপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার বাতাস ঢুকে পড়ে। কিন্তু চলতি বছর প্রায় ১৮ দিন পর দক্ষিণে বর্ষার প্রবেশ। মাঝে কিছুদিন দক্ষিণের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সারাদিন আকাশ ছিল মেঘলা। যদিও, বিকেলের পর থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং হুগলির বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। বুধবারও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, বীরভূম ও পূর্ব বর্ধমানেও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস থাকায় আজ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

১০০ দিনের কাজ নিয়ে কী বললেন মমতা?

কলকাতা: আগামী ১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনও শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। কিন্তু কাজ আটকে রাখা যাবে না। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে। আর ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছে, সে প্রসঙ্গে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘‘আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন। আগে তো টাকা দিন। চার বছর হয়ে গেল। একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা।’’ তিনি জানান, শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার নিজে থেকে দিয়েছে। সেই টাকা তিনি ফেরত চান। মমতার কথায়, ‘‘আদালত অগস্ট থেকে কাজ শুরু করতে বলেছে। কিন্তু চার বছর ধরে কাজ হল না, কোনও টাকা দেওয়া হল না। আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্না দিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। টাকা আমরা সরকার থেকে দিয়েছি। আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে। যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে। আমাদের টাকা কেন অন্য রাজ্যকে দেওয়া হয়েছে? এটা তো অপরাধ।’’

Markets to open cautiously due to escalating Middle East tensions

The stock market is expected to open flat on Wednesday, June 18, as tensions in the Middle East continue to rise. This has pushed oil prices higher, making investors more cautious. Global uncertainty and risk-averse behaviour may influence the market mood in today’s session. As of 8:23 am, Gift Nifty futures were trading at 24,852. This suggests that Nifty50 is likely to begin the day close to Tuesday’s closing level of 24,853.4. VLA Ambala, a Sebi-registered research analyst and co-founder of Stock Market Today, said that Nifty could find support in the range of 24,730 to 24,650. On the higher side, resistance may appear between 25,080 and 25,150 during intraday trade. WEAK GLOBAL CUES Other Asian markets were also under pressure in early trade. The MSCI Asia ex-Japan index fell by 0.5%. Meanwhile, Wall Street closed in the red overnight. This happened as the war between Israel and Iran entered its sixth day. With no signs of the conflict easing, investors are worried it could spread further across the oil-rich region. Crude oil prices have gone up due to these worries. This rise in oil costs is not good news for countries like India, which import most of their oil needs. Higher oil prices increase the country’s import bill, and can impact inflation and currency value. Adding to the global concerns, investors are also waiting for the U.S. Federal Reserve’s policy decision due later tonight. While the Fed is expected to keep interest rates unchanged, people will be watching closely for any changes in the central bank’s future economic outlook and rate projections.

মনামীর ফটোশ্যুটে কুপোকাত নেটপাড়া

কলকাতা: মনামী ঘোষের (Monami Ghosh) সৌন্দর্য ও মিষ্টি হাসির প্রেমে বারবার পাগল হয়েছেন তাঁর অনুরাগীরা। ইনস্টাগ্রামে তাঁর নতুন কোনও লুকের ছবি শেয়ার করেন, ভালোবাসায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা। স্টট ড্রেস এক্কেবারে কোরিয়ান গার্ল লাগছে মনামী। ৪০ ছুঁই ছুঁই মনামী, গ্ল্যামার দেখে চোখ ফেরানো দায়! বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নায়িকার গ্ল্যামারও। মনামী ঘোষের স্টাইল (Manami Ghosh’s style) স্টেটমেন্ট, যা প্রতিবারই নজর কাড়ে সকলের। তাই তো সব সময়ই লাইমলাইটে থাকেন অভিনেত্রী। স্যোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মনামী ঘোষ। তাঁর প্রতিটা পোস্টই ভক্তদের মনে জায়গা করে নেয়। কখনও ভ্রমণ, কখনও ট্রেন্ডিং গানে নাচের ভিডিও, কখনও আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি। এবার অভিনেত্রী ধরা দিলেন ব্ল্যাক বিউটি হয়ে। কালো ডিপকাট স্টট ড্রেসে। পোশাকের থেকে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। অভিনেত্রীর মেদহীন শরীর আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তাঁকে। মনামীর মেকআপ এবং হেয়ারস্টাইল ছিল দেখার মতো। চুলের স্টাইল মনামীকে কোরিয়ান গার্ল লাগছে। ৪০ ছুঁই মনামীর সৌন্দর্য এবং গ্ল্যামারে মুগ্ধ তাঁরই অনুরাগীরা।   View this post on Instagram   A post shared by Monami Ghosh (@monami_ghosh)

বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে

কলকাতা: অবশেষে গোটা রাজ্যে পুরোপুরি ঢুকে পড়ল বর্ষা (Monsoon Enters Whole Bengal)। উত্তরবঙ্গে আগেই বর্ষার আগমন ঘটেছিল। তবে আগেভাগে এসে পড়লেও গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে সময় নিচ্ছিল মৌসুমি বায়ু। মঙ্গলবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের সর্বত্রই বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, সাধারণত ১০ থেকে ১৫ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসে। এবারও সেই সময়ের মধ্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু। বর্ষার আগমনের সঙ্গে সুখবর শোনাল হাওয়া অফিস। এবার অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। কলকাতা (Heavy Rains Forecast Kolkata ) সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির (Heavy Rains Forecast South Bengal) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসের। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের হাত ধরে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। ফলে মঙ্গলবারের মতো বুধবারও ভারী বৃষ্টির (WB Monsoon Heavy Rain Forecast) সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। বাকি দিনগুলিতে রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। মঙ্গলবার ও বুধবার সমুদ্র থাকবে উত্তাল। দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ২২ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।রাজ্যজুড়ে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১৯ জুন পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল। সেখানকার জেলাগুলিতেও চলতি সপ্তাহে বৃষ্টির দাপট বজায় থাকবে। বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি হবে।

ইজরায়েলের ‘নৃশংস’ হামলায় প্রাণ হারালেন বহু ক্ষুধার্ত মানুষ

ওয়েব ডেস্ক: শুক্রবার ইরানের (Iran) বুকে হামলা শুরু করেছে ইজরায়েল (Israel-Gaza Conflict)। তারপরেও গাজা (Gaza) থেকে নজর সরেনি নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। ফের এক নৃশংস ঘটনার সাক্ষী গাজা ভূখণ্ড। মঙ্গলবার খাবারের আশায় লাইনে দাঁড়ানো অভুক্ত মানুষদের উপর বিমানহানা চালাল ইজরায়েল। দক্ষিণ গাজার রাফা শহরের কাছে এই হামলা হয়, যার জেরে এখনও পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যুর খবর মিলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাফা-র একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভোরবেলায় বহু মানুষ খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকাই উপর থেকে বোমাবর্ষণ করে ইজরায়েলি বাহিনী। চারদিক ভরে উঠে টাটকা দলা পাকানো রক্ত-মাংসে। ধ্বংসস্তূপের মাঝখান থেকে ভেসে আসে আহতের আর্তনাদে। স্বজনহারা কান্নার শব্দে সাতসকালেই থমকে যায় রাফা। ইজরায়েলের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করে রাষ্ট্রপুঞ্জ (United Nations) জানায়, ‘‘নিরীহ মানুষের উপর এই ভয়াবহ হামলা মানবতাবিরোধী। এই ধরনের ঘটনার কোনও গ্রহণযোগ্যতা থাকতে পারে না।’’ উল্লেখ্য, ইজরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ, জ্বালানির প্রবেশ কার্যত সম্পূর্ণ বন্ধ ছিল। আন্তর্জাতিক চাপের মুখে সাময়িকভাবে অবরোধ শিথিল করে ইজরায়েল। তবে মঙ্গলবারের এই ঘটনায় এটাই প্রমাণিত হচ্ছে, গাজায় মানবিক সাহায্যের কেন্দ্রস্থলগুলিও আর নিরাপদ নয়। প্রসঙ্গত, গত ২০ মাস ধরে চলছে ইজরায়েল-হামাস সংঘর্ষ। এই দীর্ঘ যুদ্ধে বিভিন্নভাবে মৃত্যু হয়েছে অন্তত ৫৫,৩৬২ জন মানুষের। আহতের সংখ্যাটা আতটাই বেশি যে তা সঠিকভাবে গণনা করাই যায়নি।

RBI cut key policy rates by 100 basis points this year

Many still keep a large portion of their money in savings accounts. But with the sharp drop in interest rates recently, that may not be the best idea anymore. Following the Reserve Bank of India’s 100 basis points cut in key policy rates this year, leading banks have slashed their savings account interest rates. The State Bank of India (SBI), for example, now offers just 2.5% per year on savings accounts. This is one of the lowest in recent years and makes savings accounts less attractive for people who want to grow their money safely. Private banks like HDFC Bank, ICICI Bank, and Axis Bank are also offering similar interest rates of 2.75% per year, while only a few small banks like IDFC First Bank are offering higher rates, up to 7%, but that too, only on very large balances. In most cases, people are earning less than 3% on their savings. It means that money lying idle in a savings account is losing value, especially when the inflation rate is higher than the interest you earn. In simple terms, the money in your savings account may not be able to buy the same goods and services a year from now.

বিজেপির বিরুদ্ধে বিধানসভায় সরব মমতা

কলকাতা: মহারাষ্ট্রের ঘটনা টেনে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের! আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে। আমি তাদের ধিক্কার জানাই।” যে সব জায়গায় বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার রয়েছে, সেখানেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ মমতার। বস্তুত, মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে মুম্বই পুলিশ আটক করে। তাঁদের পাকড়াও করে বাংলার প্রশাসনকে না জানিয়েই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে ঘটনাটি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে। রাজ্য প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর তরফে ফ্ল্যাগ মিটিং করে ওই তিন জনকে আবার ভারতে ফিরিয়ে আনা হয়।

বর্ষা কবে আসছে?

ওয়েব ডেস্ক: এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়েই চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather Update) সহ কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে পূর্বাভাস, পরিস্থিতি অনুকূল। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প (water vapor) রয়েছে। ফলে আগামী তিনদিনের মধ্যে বর্ষা (Monsoon) আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী এলাকার ওপরে। সেইসঙ্গে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উপরে থাকা ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত ঘূর্ণাবর্তের সঙ্গে মিশেছে । শনিবার পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃতি ছিল সেটু আর একটু এগিয়ে এসে দক্ষিণ-পশ্চিম দিকে সরে গিয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির কথা জানাল আবহাওয়া দফতর। আলিপুরের পূর্বাভাস, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। অপরদিকে সোম-মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে (North Bengal) । তবে বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে । বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সোমবার কলকাতায় দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। মাঝে মধ্যে রোদের ঝলক থাকবে। অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।