বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৯ জেলা

ওয়েব ডেস্ক: গত কয়েক দিনের বিরতির পরে আবারও সক্রিয় হচ্ছে বর্ষা (Monsoon Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের শুরু হতে চলেছে বৃষ্টি। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী সপ্তাহ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ অঞ্চলটি আপাতত শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গেলেও সক্রিয় রয়েছে বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরই প্রভাবে আগামী ক’দিন ধরে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতায় (Kolkata Weather) রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও এই গতিবেগ পৌঁছতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে রবিবার এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও (North Bengal Weather) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে শনিবার ও রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ইরান-ইজরায়েল যুদ্ধে এন্ট্রি আমেরিকার

ওয়েব ডেস্ক: ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে আমেরিকা (USA)- দিন দুয়েক আগেই এই আশঙ্কা করা হয়েছিল। আর সেটাই শেষমেষ সত্যি হয়ে দাঁড়াল। ইজরায়েল-ইরান যুদ্ধে (Iran-Israel War) এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। শনিবারই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে (Iran Nuclear Plants) বিমান হামলা চালায় মার্কিন সেনা। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সেনার এই অভিযানের কথা নিশ্চিত করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান— এই তিনটি পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে আমেরিকার বায়ুসেনা। এর মধ্যে ফোরদোতে গুচ্ছবোমা ফেলা হয়েছে। ট্রাম্প আরও জানান যে, হামলা চালানোর পর সমস্ত মার্কিন বিমান নিরাপদে ফিরে এসেছে। মার্কিন সেনাদের সাহসিকতা ও নিখুঁত পরিকল্পনার জন্য অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার বার্তায় ট্রাম্প লিখেছেন, “এখন শান্তির সময়।” হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, শনিবার ভোরে মিসৌরির ওসাইটম্যান ঘাঁটি থেকে মার্কিন বি-২ বোমারু বিমানগুলি প্রশান্ত মহাসাগরের আকাশপথে রওনা দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই সেই বিমানগুলি ইরানের তিন পরমাণু কেন্দ্রে আক্রমণ চালায়। হামলার পর ট্রাম্প ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয় বলেও খবর মিলেছে। উল্লেখ্য, এর আগেই ইরানকে দুই সপ্তাহ সময়সীমা দিয়েছিল আমেরিকা— হয় কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে, নইলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান হুঁশিয়ারি দিয়েছিল— ইজরায়েল হামলা বন্ধ না করলে আমেরিকার সঙ্গে কোনও ইউরেনিয়াম চুক্তি হবে না। এক দিন পরেই এই পদক্ষেপ নিল আমেরিকা। তবে এই অভিযানে ইজরায়েল যুক্ত ছিল না বলেই দাবি মার্কিন প্রশাসনের।
Indian money in Swiss banks tripled to CHF 3.5 billion in 2024

Indian money parked in Swiss banks more than tripled in 2024 to 3.5 billion Swiss francs (nearly Rs 37,600 crore) on the back of a huge jump in funds held through local branches and other financial institutions, annual data released by Switzerland’s central bank showed on Thursday. However, money in customer accounts of Indian clients rose by only 11 per cent in the year to 346 million Swiss franc (nearly Rs 3,675 crore) and accounted for just about one-tenth of overall funds. The sharp increase in the overall funds follows a 70 per cent decline in funds parked by Indian individuals and firms in Swiss banks, including through local branches and other financial institutions, in 2023 to a four-year low of 1.04 billion Swiss francs. This is the highest since 2021, when the total Indian money in Swiss banks had hit a 14-year-high of CHF 3.83 billion. These are official figures reported by banks to the Swiss National Bank (SNB) and do not indicate the quantum of the much-debated alleged black money held by Indians in Switzerland. These figures also do not include the money that Indians, NRIs or others might have in Swiss banks in the names of third-country entities. The total amount of CHF 3,545.54 million, described by the SNB as ‘total liabilities’ of Swiss banks or ‘amounts due to’ their Indian clients at the end of 2023, included CHF 346 million in customer deposits (up from CHF 310 million at 2023-end), CHF 3.02 billion held via other banks (up from CHF 427 million), CHF 41 million (up from CHF 10 million) through fiduciaries or trusts, and CHF 135 million as ‘other amounts’ due to customers in form of bonds, securities and various other financial instruments (down from CHF 293 million). The total amount stood at a record high of nearly 6.5 billion Swiss francs in 2006, after which it has been mostly on a downward path, except for a few years including in 2011, 2013, 2017, 2020, 2021, 2022 and 2023, as per SNB data. According to the SNB, its data for ‘total liabilities’ of Swiss banks towards Indian clients takes into account all types of funds of Indian customers at Swiss banks, including deposits from individuals, banks and enterprises. This includes data for branches of Swiss banks in India, as also non-deposit liabilities. On the other hand, the ‘locational banking statistics’ of the Bank for International Settlement (BIS), which have been described in the past by Indian and Swiss authorities as a more reliable measure for deposits by Indian individuals in Swiss banks, showed an increase of nearly 6 per cent during 2024 in such funds to USD 74.8 million (nearly Rs 650 crore).
১৬ বিলিয়ন লগ-ইন তথ্য ফাঁস

ওয়েব ডেস্ক: ২০২৫ সালে সাইবার দুনিয়ায় এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। ইতিহাসের সবচেয়ে বড় ডেটা ফাঁসের (Data Leak) ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ইন্টারনেটের জগতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Forbes জানাচ্ছে, এই ডেটা ফাঁসে প্রায় ১৬ বিলিয়ন লগইন শংসাপত্র (আইডি এবং পাসওয়ার্ড) অনলাইনে ছড়িয়ে পড়েছে—যার মধ্যে রয়েছে Apple, Google, Facebook, GitHub, Telegram এবং এমনকি সরকারি পরিষেবাগুলোর তথ্যও! ১৮৪ মিলিয়ন রেকর্ড সম্বলিত একটি রহস্যময় ডেটাবেস একটি ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এই ডেটাবেসের কথা উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক গবেষণায় বলা হচ্ছে এটি সম্ভবত হিমশৈলের চূড়াটি মাত্র। Keeper Security-র CEO ড্যারেন গুসিওন বলেন,“এই প্রমাণপত্রগুলি এত বেশি ব্যবহৃত পরিষেবা থেকে এসেছে যে, এর পরিণতি হতে পারে মারাত্মক। প্রতারণামূলক ইমেল, ফিশিং আক্রমণ এবং BEC (Business Email Compromise) এই তথ্য ব্যবহার করেই চালানো হতে পারে।” এই অবস্থায় আপনার কী করণীয়? গুগল এই ধরনের ডেটা ব্রিচিং বা তথ্য ফাঁসের ঘটনার কারণেই তার ব্যবহারকারীদের পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মত পুরনো সাইন-ইন পদ্ধতি থেকে সরে এসে জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা আপগ্রেড করার পরামর্শ দিচ্ছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্টের উপর আরও ভাল নিয়ন্ত্রণের জন্য টেক জায়ান্ট গুগল তাদের অ্যাকাউন্টগুলিকে পাসকি এবং সোশ্যাল সাইন-ইনে আপগ্রেড করার জন্য চাপ দিচ্ছে। গুগলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এমন সরঞ্জাম ব্যবহার করা দরকার বা গুরুত্বপূর্ণ যা আপনার অ্যাকাউন্টকে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত করে এবং আপনাকে জালিয়াতির হাত থেকে রক্ষা করে।
বাজারে এল Meta-র স্মার্ট চশমা

ওয়েব ডেস্ক: পাওয়ারের সমস্যায় চশমা পরতে পরতে অনেকেই বেশ বিরক্ত। তবে চশমাধারীদের জন্য এবার এক বড় চমক নিয়ে এল মেটা। মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) মালিকানাধীন সংস্থা এবার বাজারে নিয়ে এল নতুন ‘স্মার্ট চশমা’ (Smart Glass)। হ্যাঁ, ঠিকই পড়েছেন, চশমাও এবার স্মার্ট হতে চলেছে মেটার (Meta) হাত ধরে। জনপ্রিয় সানগ্লাস ব্র্যান্ড ওকলি-র (Oakley) সঙ্গে হাত মিলিয়ে ‘ওকলি মেটা হাউস্টুন’ (Oakley Meta HSTN) নামে এই স্মার্ট চশমা লঞ্চ করল। এই নতুন মডেলের চশমাটি ১১ জুলাই থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে মেটা স্টোরে। শুরুতে মেটার এই নতুন স্মার্ট চশমার দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। তবে এই মডেলটি সীমিত সংস্করণ হিসেবে বাজারে আনা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আরও কিছু ওকলি মডেলের স্মার্ট চশমা এবছরই বাজারে আসবে, যেগুলির দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে। Ray-Ban Meta চশমার মতোই Oakley Meta HSTN-এ থাকবে একটি ক্যামেরা, একটি স্পিকার এবং ফ্রেমের মধ্যে বিল্ট-ইন মাইক্রোফোন। এই স্মার্ট চশমা IPX4 রেটিং যুক্ত, অর্থাৎ হালকা জলের ছিটেফোঁটায় ক্ষতি হবে না। এতে মিলবে ৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং কেসের মাধ্যমে এটিকে আরও ৪৮ ঘণ্টা ব্যবহার করা সম্ভব। আগের Ray-Ban মডেলের তুলনায় এই নতুন মডেলের চশমার ব্যাটারি ক্ষমতা দ্বিগুণ। ক্যামেরার ক্ষেত্রেও উন্নতি হয়েছে। আগে যেখানে ভিডিও রেকর্ডিং হত 1080P-তে, এখন তা হচ্ছে 3K রেজোলিউশনে।
শিয়ালদহে এসি লোকালের ভাড়া কত?

কলকাতা: আর কিছু দিনের মধ্যেই শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় শুরু হয়ে যাবে এসি লোকাল ট্রেনের (Sealdah AC Local) যাতায়াত। এটা যেমন নিত্যযাত্রীদের কাছে একটা দারুন খবর, তেমনি এই এসি লোকাল ট্রেনের ভাড়া কত হবে, সেই বিস্তর জল্পনা চলছিলই। তবে সেই জল্পনা এবার অবসান হল। রেলের শিয়ালদহ বিভাগ সূত্রে জানা গিয়েছে কোন স্টেশন পর্যন্ত কত টাকা ভাড়া। সেই ভাড়ার তালিকা একবার দেখে নেওয়া যাক- শিয়ালদহ মেন এবং বনগাঁ, এই দুই শাখায় আপাতত বাতানুকূল লোকাল চালানো হবে। সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা। এসি লোকালে শিয়ালদহ থেকে দমদম যাতায়াতে ভাড়া পড়বে ২৯ টাকা। মাসিক ৫৯০ টাকা। একই ভাবে শিয়ালদহ থেকে ব্যারাকপুরের ভাড়া পড়বে ৫৬ টাকা। মাসিক ১২১০ টাকা। ফুরফুরে হাওয়ায় শিয়ালদহ থেকে নৈহাটি যেতে খরচ পড়বে ৮৫ টাকা। মাসিক ১৭২০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট দৈনিক ১১৩ এবং মাসিক ২৩১০ টাকা। আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে এসি ট্রেনের ভাড়া ১৩২ টাকা। মাসে ২৬৮০ টাকা। আবার বনগাঁ শাখার জন্য দমদমের ভাড়া পড়বে ২৯ টাকা। মাসিক ৫৯০ টাকা। বারাসতে দৈনিক ভাড়া ৫৬ টাকা এবং মাসিক ১২১০ টাকা। এসি লোকালে হাবড়া যেতে হলে ভাড়া পড়বে ৮৫ টাকা। মাসের হিসাবে ১৭২০ টাকা। গোবরডাঙার ভাড়া হবে যথাক্রমে ৯৯ এবং ২০১০ টাকা। আর বনগাঁ যাওয়ার ভাড়া ১১৩ টাকা এবং মাসিক পড়বে ২৩২০ টাকা। বস্তুত, লোকালের ভাড়ার সঙ্গেই এসি লোকালের ভাড়ার আকাশ-পাতাল ফারাক।
কোন দিকে এগোচ্ছে নিম্নচাপ?

গত মঙ্গলবার রাজ্যে পুরোপুরি বর্ষা (Weather Update) প্রবেশ করেছে। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়েছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে কয়েকদিন টানা বৃষ্টি (South Bengal Rain Forecast) হচ্ছে। বৃষ্টির হাত ধরে নিম্নমুখি পারদ। বৃহস্পতিবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। ধীরে ধীরে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরবে। এর প্রভাবে বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা (Kolkata Rain Forecast) ও আশপাশের এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আবার বৃষ্টির মাত্রা বাড়তে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
SSC-এর ভাতাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি-র কর্মীদের এখনই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। কারণ রাজ্যের এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order) জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৬ সেপ্টেম্বর কিংবা আদালতের পরবর্তী নির্দেশ দেওয়ার আগে রাজ্য কোনওরকম ভাতা দিতে পারবে না বলে রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি চলে গিয়েছে ২০১৬ সালের এসএসসি (SSC) প্যানেলে থাকা ২৬ হাজার জনের। তাঁদের মধ্যে গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের দাবি ছিল, চাকরিহারাদের এভাবে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে বিসদৃশ। বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশে টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন। কোন মাপকাঠির ভিত্তিতে ২০ এবং ২৫ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা জানতে চান তিনি। স্ক্রুটিনি না করে তড়িঘড়ি কেন ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা নিয়েও বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে রাজ্যের পক্ষের আইনজীবী এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে মামলাকারীদের তরফে পাল্টা বলা হয়, রাজ্যে স্থির করতে পারে না কে মামলা করবে। গত শুক্রবার শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি সিনহা। এই শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন তিনি। সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই হলফনামা জমা পড়ার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে মামলাকারীদের।
ক্লাব বিশ্বকাপে ঐতিহাসিক জয় মায়ামির

এখনও জাদু দেখিয়ে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) তাঁর ‘ট্রেডমার্ক’ ফ্রি-কিকের গোলে পর্তুগালের নামী ক্লাব এফসি পোর্তোকে (FC Porto) হারিয়ে দিল ইন্টার মায়ামি (Inter Miami)। মেসিরা জিতলেন ২-১ গোলে, বলা বাহুল্য আমেরিকার দলটির জন্য এই জয় ঐতিহাসিক। এই প্রথমবার কোনও অফিসিয়াল টুর্নামেন্টে ইউরোপের ক্লাবকে হারাল কনকাকাফ দল। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল আহলির (Al Ahly) বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল মায়ামি। তা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। পরের ম্যাচেই আরও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে আর্জেন্টাইন মহাতারকা বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। বক্সের বাইরে থেকে তাঁর বাঁ-পায়ের ফ্রি-কিক ধনুকের মতো বাঁক নিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল পোর্তো। পেনাল্টি থেকে ১-০ করেন স্যামুয়েল আগেহোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামির হয়ে সমতা ফেরান ভেনেজুয়েলার উইঙ্গার তেলাস্কো সেগোভিয়া। গোলের পাসটি বাড়িয়েছিলেন মার্সেলো ওয়েইগান্ট। তবে জয়সূচক গোল করে প্রচারের সমস্ত আলো কেড়ে নেন লিও মেসি। ম্যাচের পর আর্জেন্টাইন মহাতারকা বলেন, “দারুণ আনন্দ হচ্ছে। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, আমরা ভালো খেলেছি। আমি খুব খুশি। প্রথম ম্যাচের পর খারাপ লেগেছিল, আমার মনে হয়েছিল, ওই ম্যাচ জিততে পারতাম আমরা।” নিজের অনবদ্য গোল নিয়ে মেসি বলেন, “গোলকিপার ফাঁকা জায়গা ছেড়ে রেখেছিল, আমি তারই ফায়দা তুলেছি। গোলকিপার এক জায়গায় দাঁড়িয়েছিল, পোস্ট কভার করছিল না, আমি ওখান দিয়ে গোল করার চেষ্টা করেছি।” এদিন ক্লাব বিশ্বকাপের সবথেকে বড় অঘটন অবশ্য সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির হার। তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলের ক্লাব বোতাফাগো। এদিকে প্রথম ম্যাচে পিএসজির কাছে ৪-০ হারা অ্যাতলেটিকো মাদ্রিদ জয়ে ফিরল। মেজর লিগ সকারের দল সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ হারিয়েছে মাদ্রিদের ক্লাব।
Dalal Street rallied over 1% on Friday, closing week strong

Benchmark stock market indices rallied on Friday, with Dalal Street adding over 1%, ending the week on a high note. Heavyweight financial and banking sector stocks surged, pushing markets higher. The S&P BSE Sensex jumped 1,046.30 points to end at 82,408.17, while the NSE Nifty50 added 319.50 points to close at 25,112.40. Bharti Airtel topped the gainers with an impressive 3.27% surge, followed by Mahindra & Mahindra up 2.93%, PowerGrid rising 2.38%, Reliance Industries gaining 2.16%, and Nestle India adding 1.97%. The broader market indices ended strongly with Nifty Midcap 100 gaining 1.46%, Nifty Smallcap up 1.01%, while India VIX fell 4.08%. All sectoral indices closed in positive territory, led by Nifty Realty surging 2.11%, followed by Nifty PSU Bank up 1.64%, Nifty Financial Services gaining 1.49%, Nifty Metal rising 1.39%, Nifty Healthcare adding 1.07%, Nifty Auto up 1.04%, Nifty Private Bank gaining 1.03%, Nifty Oil & Gas rising 0.91%, Nifty IT adding 0.84%, Nifty Pharma up 0.80%, Nifty Consumer Durables gaining 0.73%, Nifty FMCG rising 0.64%, and Nifty Media advancing 0.35%. There were no sectors in the red as the market witnessed broad-based buying across all segments. Realty and PSU banks led the rally while all other sectors participated in the positive closing session on Friday.