উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ফুল ফর্মে ব্যাট করছে বর্ষা (Monsoon Season)। গতকাল বৃহস্পতিবার সারারাত বৃষ্টিতে ভিজেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ শুক্রবার সকালে হালকা রোদের দেখা (Sunny Weather) মিললেও, আকাশ রয়েছে মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার রথের দিন (Rath Yatra) নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি্র সম্ভাবনা। উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও ওড়িশা বঙ্গ উপকুলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে আগামী ২ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), দুই ২৪ পরগনা, দুই বর্ধমান (Burdwan), দুই মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গও আগামী ২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিতে ভিজতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এখন তাপমাত্রার কোনও ফারাক লক্ষ্য করা যাবে না। উত্তরবঙ্গেও একই ছবি।

কলকাতায় ল’কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ

কলকাতা: খাস কলকাতায় ল’কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক জন ল’কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মী। বাকি দু’জন কলেজের বর্তমান পড়ুয়া। বুধবার, ২৫ জুন এই ঘটনার পর নির্যাতিতা তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেফতার করা হয়। এক জনকে মধ্যরাতে ধরে পুলিশ। সূত্রের খবর, তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁরা সকলেই ল’কলেজের সঙ্গে যুক্ত। এই তিন অভিযুক্তের মধ্যে এক জন কলেজ ক্যাম্পাসের ভিতরে তরুণীকে ধর্ষণ করেন। ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ‘জে’, ‘এম’ এবং ‘পি’ নামে চিহ্নিত করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। সাক্ষীদের বয়ানও রেকর্ড করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং বর্তমানে তা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হবে। পুলিশ জানিয়েছে, এফআইআরে নাম থাকা দু’জনকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক জনকে এবং ৭টা ৩৫ মিনিটে এক জনকে গ্রেফতার করে পুলিশ। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃতীয় অভিযুক্তকে। তিন জনের কাছ থেকেই নিয়ে নেওয়া হয়েছে তাঁদের মোবাইল ফোন।

সরকারি চাকরি পেলেন রিঙ্কু সিং

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ময়দান থেকে সরকারি চাকুরিজীবী হওয়ার নিদর্শন ভারতে বহু রয়েছে। এই তালিকায় ধোনি থেকে শচীন, চাহাল থেকে যোগীন্দর শর্মা- অনেকেই ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন সরকারি পদে রয়েছেন। এবার সেই তালিকায় জুড়ে গেল রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম। সূত্রের খবর, এবার আলিগড়ের এই ক্রিকেটারকে চাকরি (Government Job) দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh State Government)। তাঁকে ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার (District Basic Education Officer) পদে নিয়োগ করতে চলেছে সরকার। জানা গিয়েছে, রিঙ্কুকে ইন্টারন্যাশন্যাল মেডেল উইনার্স ডিরেক্ট রিক্রুটমেন্ট রুলস, ২০২২-এর (International Medal Winners Direct Recruitment Rules 2022) আওতায় এই নিয়োগ দেওয়া হচ্ছে। আসলে এই নিয়মের আওতায় যেকোনও আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে সরাসরি সাম্মানিক সরকারি পদে নিয়োগ করতে পারে রাজ্য সরকার। সম্প্রতি, রিঙ্কুর নিয়োগপত্রটি বেসিক এডুকেশন দফতরের ডিরেক্টরের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, একজন বেসিক এডুকেশন অফিসারের কাজ হল একটি জেলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক সরকারি বিদ্যালয়ের তত্ত্বাবধান করা। শিক্ষাকর্মীদের ব্যবস্থাপনা, শিক্ষা কার্যক্রমের পরিচালনা এবং শিক্ষার মান বজায় রাখার জন্য স্কুল পরিদর্শন করা হল এই পদাধিকারী সরকারি অফিসারের কাজ। মূলত, রাজ্যের তৃণমূল স্তরের শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই কর্মকর্তারা। তবে রিঙ্কুর আগে ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। পাশাপাশি শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে সাম্মানিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও, লোকেশ রাহুল বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রয়েছেন, যজুবেন্দ্র চাহাল রয়েছেন ইনকাম ট্যাক্স অফিসার পদে এবং যোগীন্দর শর্মা রয়েছেন পুলিশের ডিএসপি পদে। ক্রিকেটারদের এই বিশেষ তালিকায় নবতম সংযোজন রিঙ্কু সিংয়ের নাম।

Housing sales down 20% YoY across top seven cities

Housing sales across India’s top seven cities declined 20% year-on-year in Q2 2025, with approximately 96,285 units sold compared to over 1.2 lakh units in the same period last year, according to the latest data from ANAROCK Research. On a quarterly basis, however, sales saw a modest 3% rise. Among the seven major cities, only Chennai bucked the national trend, recording an 11% annual sales increase to around 5,660 units. The city also saw a sharp 40% rise from the previous quarter. In contrast, sales in MMR and Pune, which together contributed nearly half of all homes sold in Q2, fell by 25% and 27% year-on-year, respectively. Bengaluru saw sales rise slightly (1%) from the previous quarter but was still 8% below last year’s numbers. Hyderabad posted a 9% quarterly rise but dropped 27% annually. Kolkata saw the steepest sequential fall at 10%. Developers launched 98,625 new units in Q2 2025, a 16% drop year-on-year, as they responded to subdued demand. MMR led in fresh supply with over 28,000 units but saw a 36% annual decline. NCR was the only city with a supply uptick—launches rose 69% quarter-on-quarter and 10% year-on-year, driven heavily by high-end projects. Average residential prices in the top cities rose 11% year-on-year, with NCR leading the surge at 27%, followed by Bengaluru (12%) and Hyderabad (11%). However, quarterly price growth has begun to moderate, coming in at just 1%.

বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

ওয়েব ডেস্ক: আজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) প্রতিটি তুমুল বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস। ভাসবে একাধিক জেলা। জেলায় জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে। ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত (Cyclone)। শনিবার অর্থাৎ ২৮ জুন পর্যন্ত বৃষ্টিপাত চলবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipure Weather Office)। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বইবে ঝোড়ো হাওয়া। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৭ জুন রথযাত্রার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুরে ভারীর সম্ভাবনা কম। বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি আছে। উত্তরবঙ্গেও সব জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। আজ জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এছাড়া ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। ২ জুলাই পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই লাগাতার বৃষ্টি চলতে থাকবে। ১ জুন দক্ষিণের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৮ তারিখ উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে ওইদিন। ২৯ জুনও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ৩০ জুন ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আর ১ জুন শুধুমাত্র জলপাইগুড়িতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা আছে। সেদিন আবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। আজ, ২৬ জুন, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Form 16 is a certificate from your employer showing salary and TDS details

Filing your Income Tax Return (ITR) can feel confusing, especially if you’re doing it on your own. If you’re a salaried person, one document that plays a major role in your ITR filing is Form 16. If you’ve received it from your employer and are wondering what to do next, this guide is for you. WHAT IS FORM 16? Form 16 is a certificate your employer gives you every year. It shows how much salary you earned in the financial year and how much tax was deducted from it. This tax is called TDS (Tax Deducted at Source). It is usually given after the financial year ends, and are generally issued by June 15. If you’re a senior citizen above 75, and receive income from pension and interest through the same bank, the bank may also issue a similar certificate. Form 16 has two parts: Part A and Part B. Part A includes details such as your name and PAN, your employer’s name and PAN, the employer’s TAN (Tax Deduction and Collection Account Number), the period for which the certificate is issued, and a summary of the salary paid along with the tax deducted. Part B contains a detailed breakup of your income, including salary or pension, other income like interest or house rent, exemptions such as HRA and LTA, standard deduction, and deductions claimed under Chapter VI-A, like 80C for investments and 80D for health insurance. Your employer may also give a Form 12BA with Form 16. This contains details of perks given to you, like rent-free accommodation, gifts, or ESOPs. REVIEW FORM 16 BEFORE FILING YOUR ITR Once you receive your Form 16, it’s very important to go through it carefully before you start filing your ITR. First, make sure your personal information like name and PAN is correct. Then check your employer’s details, salary figures, exemptions, deductions, and the total tax deducted. Also, verify that the numbers in Part A and Part B match. If something doesn’t look right, reach out to your employer to get it fixed. While the usual deadline for filing ITR is July 31, this year the Income Tax Department has extended it to September 15, 2025. Still, it’s always better to file early and avoid the last-minute rush. Understanding Form 16 properly can make your ITR filing process smoother and help you avoid mistakes. So, take a little time to review it well, you’ll thank yourself later.

মার্কিন হামলায় মারাত্মক ক্ষতি ইরানের! সিআইএ রিপোর্টে কী আছে

ওয়েব ডেস্ক: আমেরিকার (USA) হামলায় কি আদৌ ক্ষতি হয়েছে ইরানের (Iran) পরমাণু ঘাঁটিতে? এই নিয়ে বিগত কয়েকদিনে কম জলঘোলা হয়নি। একদিকে, সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছিল, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। অন্যদিকে এবার মুখ খুলে চাঞ্চল্যকর দাবি করল আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA)। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এই রিপোর্টে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার সিআইএ-র পরিচালক জন র‍্যাটক্লিফ জানিয়েছেন, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁর দাবি, “বিশ্বাসযোগ্য তথ্য বলছে, কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিকাঠামো পুনর্গঠনে ইরানের বহু বছর লেগে যাবে।” তিনি আরও জানান, এই মুহূর্তে সিআইএ গোটা বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে। সিআইএ-র এই মন্তব্যের ঠিক আগেই মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তরফে এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা পুরোপুরি ধ্বংস হয়নি। ২২ জুনের হামলায় ফোরদো, নাতানজ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হলেও ইরানের পরমাণু পরিকাঠামোর অনেকটাই অক্ষত রয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়। তারপরেই প্রশ্নের মুখে পড়েন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, ইরানে হামলার পর থেকেই তিনি দাবি করে আসেছেন, “আমরা ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করেছি।” তবে নেদারল্যান্ডসে দাঁড়িয়ে তিনি নিজেই বলেন, “হামলা সংক্রান্ত গোয়েন্দা তথ্য এখনও অসম্পূর্ণ। ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।” এর মাঝেই ট্রাম্পকে স্বস্তি দিয়ে এই রিপোর্ট প্রকাশ করল সিআইএ।

সার্জারির পর সুস্থ হয়ে উঠছেন স্কাই

স্পোর্টস ডেস্ক: জার্মানিতে অস্ত্রোপচার হল টিম ইন্ডিয়ার টি ২০ অধিনায়ক (T20I Captain) সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav)। অপারেশনের (Operation) পর ভালো আছেন তিনি। সূর্যকুমার স্পোর্টস হার্নিয়ায় (sports hernia surgery) আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থতার কথা নিজেই পোস্ট করে জানিয়েছেন অধিনায়ক। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার পেটের নীচের ডান দিনে স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছে।  সফল অস্ত্রোপচারের পরে আমি এখন সুস্থতার পথে। ক্রিকেট মাঠে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’। জানা গেছে, মিউনিখের একটি হাসপাতালে অপারেশন হয়েছে সূর্যকুমার যাদবে। অস্ত্রোপচারের পর বেডে শুয়েই ইনস্টাগ্রাম পোস্টও করেছেন। তবে সূর্যকুমার ফের কবে মাঠে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। সবটাই নির্ভর করছে অধিনায়কের শারীরিক সুস্থতার উপরে। সূত্রের খবর, আগস্টের দিকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও টি–২০ দলের অধিনায়ক কবে মাঠে ফিরবেন, তা নিয়ে বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে আগামী বছর টি২০ বিশ্বকাপে সূর্যই সম্ভবত দলকে নেতৃত্ব দেবেন। দেশের হয়ে ১২১ ম্যাচে সূর্য করেছেন ৩৩৭৯ রান। ৩৪ বছরের ক্রিকেটার আইপিএলেও ছিলেন দুরন্ত ছন্দে। সূর্যকুমারকে শেষবার আইপিএল ২০২৫-এ দেখা গিয়েছিল, যেখানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৩৪ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটসম্যান টানা ২৫-এর বেশি স্কোর (১৬) করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। এর পেছনে, তিনি মোট ৭১৭ রান করেন, যা আইপিএলে একজন নন-ওপেনিং ব্যাটসম্যানের সর্বোচ্চ এবং এক মৌসুমে এমআই ব্যাটসম্যানের সর্বোচ্চ। ২৬ আগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার কথা। সেই সিরিজের আগে সূর্যকুমার পুরোপুরি সেরে উঠতে পারবেন কিনা তা সেই বিষয়টিও সংশয়ের মধ্যে রয়েছে। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। সেক্ষেত্রে বাংলাদেশ সফরে সূর্য যাবেন কিনা তাও এখনও স্পষ্ট নয়।

কবে মহাকাশে যাচ্ছেন শুভাংশু শুক্লা?

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মহাকাশের উদ্দেশে রওনা দিচ্ছেন লখনউয়ের বীরপুত্র শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ (Axiom-4) অভিযানের অংশ হিসেবে ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু হতে চলেছেন রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে পা রাখতে চলেছেন। যদিও আগেই এই মিশন শুরু হওয়ার কথা ছিল। তবে নানা কারণে তা একবার নয়, সাতবার পিছিয়ে যায়। কিন্তু এবার নাসা (NASA) জানিয়েছে যে, বুধবার এই মিশন শুরু হচ্ছে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ১২টা ১ মিনিটে ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯এ থেকে স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হবে ‘ড্রাগন’ মহাকাশযান। নাসা আরও জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের (International Space Station) রাশিয়ান এভেজদা সার্ভিস মডিউলের মেরামতির পর সমস্ত প্রযুক্তি ও নিরাপত্তা খতিয়ে দেখেই অভিযান ছাড়পত্র পেয়েছে। ফলে এবার সব কিছু ঠিক থাকলে শুভাংশুরা আইএসএস-এর উদ্দেশে পাড়ি দেবেন এবং ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ পৌঁছে যাবেন মহাকাশ স্টেশনে। উল্লেখ্য, এই অভিযান দীর্ঘ প্রতীক্ষার ফল। এর আগে সাত বার পিছিয়ে গিয়েছিল শুভাংশুদের অভিযান। প্রথমে ২৯ মে নির্ধারিত থাকলেও খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য প্রযুক্তিগত কারণে একাধিক বার তারিখ পিছিয়েছে। কখনও ড্রাগন মহাকাশযানে ইলেক্ট্রিক্যাল হারনেসে সমস্যা, কখনও রকেটের ফায়ার বুস্টারে তরল অক্সিজেন লিক, আবার কখনও ফ্যালকন-৯ রকেট প্রস্তুত না হওয়ায় বাতিল করতে হয়েছে উৎক্ষেপণ। এই অভিযানের অন্যতম আকর্ষণ শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত শুভাংশু রাকেশ শর্মার পর প্রথম ভারতীয় হিসাবে বেসরকারি মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দেওয়ার মুখে ছিলেন। তাঁর সঙ্গে রয়েছেন অভিযানের কমান্ডর পেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

ওয়েব ডেস্ক: ২৭ জুন শুক্রবার রথযাত্রার দিন (Rath Yatra 2025) পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা (Rath Yatra Weather Update)। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। শুক্রবার পূর্ব-পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভবনা (Weather Update)। উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।