শুক্রবার অ্যাডিলেডের মাঠে শুরু বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ হবে দিন-রাতের, খেলা হবে গোলাপি বলে। সাধারণত, টসের সময় দুই দলের অধিনায়ক তাঁদের প্রথম একাদশ ঘোষণা করেন। কিন্তু অস্ট্রেলিয়া (Australia) প্রথম এগারো জানিয়ে দিল বৃহস্পতিবারই। দলে একটাই পরিবর্তন হয়েছে, ডানহাতি পেসার জশ হ্যাজলউডের (Josh Hazlewood) জায়গায় এসেছেন আর এক ডানহাতি পেসার স্কট বোল্যান্ড (Scott Boland)।
টেস্ট শুরুর আগের দিন বোল্যান্ডের প্রশংসা করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি বলেন, “অ্যাডিলেডের উইকেটে বল করতে সুবিধা হবে স্কটির। আগের বারেও তৈরি ছিল কিন্তু কোনও ম্যাচে সুযোগ পায়নি। ও খেলেনি তাও অনেক দিন হয়ে গেল। দু’দিন আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে ভাল বল করেছে। ওর নিজেরও প্রস্তুতি ভাল হয়েছে। ও দলে ফেরায় আমরা সকলেই খুশি। অধিনায়ক হিসাবে স্কটির মতো বোলারকে আমি সব সময়ে দলে চাই।”
কামিন্স বললেন বটে, তবে প্রস্তুতি ম্যাচে কোনও উইকেট পাননি বোল্যান্ড। অন্যদিকে হ্যাজলউডের না খেলা নিয়েও চলছে জল্পনা। অজি দলের তরফে বলা হয়েছে তাঁর পেশিতে চোট। তবে জল্পনা ছড়িয়েছে, চোট নয়, দলের মধ্যে মনোমালিন্যের জেরে বাদ পড়েছেন ডানহাতি পেসার।
অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশ: নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।