বিয়ের দু’বছরের মধ্যেই সুখবর দিলেন আথিয়া-রাহুল। কবে আসছে প্রথম সন্তান, জানালেন তারকা দম্পতি। ২০২৫-এ আসতে চলেছে রাহুল-আথিয়ার সন্তান। ২০২৩ সালে চারহাত এক হয় কেএল রাহুল ও আথিয়া শেট্টির। শোনা যাচ্ছিল তার পরিবার পরিকল্পনা শুরু করেছেন। এবার সুখবর দিলেন রাহুল ও আথিয়া।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আথিয়া শেট্টি। সেখানে বেইজ রঙের উপর একটি ইভিল আই ইমোজি দেওয়া। এবং সঙ্গে লেখা, ‘আমাদের দুজনের প্রার্থনার ফল আসছে শীঘ্রই।’ সঙ্গে একটা বাচ্চার পায়ের ছাপের সঙ্গে লেখা ২০২৫। অর্থাৎ আগামী বছরই তাঁরা মা বাবা হতে চলেছেন তাঁরা। এই পোস্টটি অভিনেত্রী সাদা হৃদয়ের ইমোজি ক্যাপশনে দিয়ে পোস্ট করেন। সঙ্গে ট্যাগ করেছেন স্বামী কে এল রাহুলকেও। শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিন্হা, বাণী কপূর, এষা গুপ্তের মতো অভিনেত্রীরা। আগামী বছরেই দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা।