এশিয়া কাপ নিয়ে টালবাহানা অব্যহত। তবে এর মাঝেই বড় ঘোষণা করলেন জয় শাহ। আসন্ন এশিয়া কাপের প্রতিটি ম্যাচ কোথায় দেখা যাবে, সেই নিয়ে অবশেষে নেওয়া হল সিদ্ধান্ত। আসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া-র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব এশিয়া কাপ টুর্নামেন্টের একচেটিয়াভাবে সম্প্রচার করার অধিকার পাবে সনি পিকচার্স নেটওয়ার্কস। সম্প্রতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর তরফ থেকে জানানো হয়েছে, এই চুক্তিটি আগের সম্প্রচার অধিকার চক্রের তুলনায় ৭০ শতাংশ বেশি মূল্যবান।
সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে এএসিসি বলেছে, এই অংশীদারিত্ব দর্শকদের ক্রিকেট দেখার দারুন অভিজ্ঞতা প্রদান করবে। পাশাপাশি, এটি এশিয়ান ক্রিকেটের জন্য নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি এশিয়ান ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি, এটি ক্রিকেট ভক্তদের জন্যও একটি বড় খবর হতে চলেছে। কারণ, অনেকেই এশিয়া কাপ দেখার জন্য মুখিয়ে রয়েছেন।