মঙ্গলবার (ভারতীয় সময়ে বুধবার) ছিল ঘটনাবহুল চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) রাত। রবার্ট লেওয়ানডস্কির (Robert Levandowski) নজির গড়ার দিনে বড় জয় পেল বার্সেলোনা, স্পোর্টিং সিপিকে পাঁচ গোল দিল আর্সেনাল এবং ৭০ মিনিট পর্যন্ত ৩-০ এগিয়ে থাকা সত্ত্বেও ফায়ানুর্ডের বিরুদ্ধে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। আবারও বিধ্বংসী ফর্মে মিকেল আর্তেতার আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকারা চোট সারিয়ে ফিরতেই আক্রমণের ঝড় তুলছে লন্ডনের ক্লাব। যাকে ৫-১ হারাল তারা, সেই স্পোর্টিংই ম্যান সিটিকে ৪-০ হারিয়েছিল। পর্তুগিজ ক্লাবটি অবশ্য তাদের হেড কোচ রুবেন অ্যামোরিমকে হারিয়েছে। অ্যামোরিম যোগ দিয়েছেব ম্যান ইউতে।
ব্রেস্টকে ৩-০ হারিয়েছে হান্সি ফ্লিকের বার্সা। তার মধ্যে দুটি গোল করেছেন লেওয়ানডস্কি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর তৃতীয় ব্যক্তি হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলের নজির গড়লেন পোলিশ স্ট্রাইকার। ১০০ গোল করতে সবথেকে কম ৪৫১টি শট মারতে হয়েছে তাঁকে। ১০০ গোল করতে মেসি এবং রোনাল্ডোর মারতে হয়েছিল যথাক্রমে ৫২৭ এবং ৭৯৩ শট।