জামিন পেলেন অর্পিতা মুখ্যোপাধ্যায়

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। জামিন পেলেও মানতে হবে একাধিক শর্ত। আদালতের নির্দেশ, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে।  যেতে পারবেন না কলকাতার বাইরে। ২০২২ সালের ২২ জুনে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর জামিনে ছাড়া পেলেন তিনি। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা এখনও ঝুলে রয়েছে।

উল্লেখে্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থ ও অর্পিতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। উল্লেখ্য ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।

শুধু তাই নয় বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাট থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি। সঙ্গে প্রচুর গয়না। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর প্রায় আড়াই বছর কেটে গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইডির পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। দীর্ঘদিন জেলবন্দি থেকে অর্পিতার মুক্তি পেলেও ঝুলে রয়েছে পার্থর জামিন মামলা।

Share the Post:

Related Posts