আদ্যোপান্ত কমার্শিয়াল ছবি থেকে ‘মির্জা’ দর্শকদের মন জয় করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। প্রযোজক-অভিনেতা হিসেবে ছক্কা হাঁকিয়েছেন তিনি। ‘শিকারপুর’-এর দৌলতে পা রেখেছেন ওটিটির দুনিয়াতেও। তাঁকে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকাতেও। এবার চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চলেছে অঙ্কুশ।
মাইক হাতে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। জানা গিয়েছে কলকাতা কমেডি কেত্তন নিয়ে আসছে অঙ্কুশ হাজরা। আগামী ২০ ডিসেম্বর এই স্ট্যান্ড আপ কমেডি শো অনুষ্ঠিত হবে। কলা মন্দিরে বসবে হাসি মজার আসর। শালিমারের বঙ্গ ব্যঙ্গ এই কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানে অঙ্কুশ হাজরার সঙ্গে পারফর্ম করবেন অনিন্দ্য সেনগুপ্ত সহ সৌরভ পালোধী, আর জে দেবী।