ইরান-ইজরায়েল যুদ্ধে এন্ট্রি আমেরিকার

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে আমেরিকা (USA)- দিন দুয়েক আগেই এই আশঙ্কা করা হয়েছিল। আর সেটাই শেষমেষ সত্যি হয়ে দাঁড়াল। ইজরায়েল-ইরান যুদ্ধে (Iran-Israel War) এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। শনিবারই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে (Iran Nuclear Plants) বিমান হামলা চালায় মার্কিন সেনা। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সেনার এই অভিযানের কথা নিশ্চিত করেছেন।

ট্রাম্পের দাবি, ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান— এই তিনটি পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে আমেরিকার বায়ুসেনা। এর মধ্যে ফোরদোতে গুচ্ছবোমা ফেলা হয়েছে। ট্রাম্প আরও জানান যে, হামলা চালানোর পর সমস্ত মার্কিন বিমান নিরাপদে ফিরে এসেছে। মার্কিন সেনাদের সাহসিকতা ও নিখুঁত পরিকল্পনার জন্য অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার বার্তায় ট্রাম্প লিখেছেন, “এখন শান্তির সময়।” হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গিয়েছে, শনিবার ভোরে মিসৌরির ওসাইটম্যান ঘাঁটি থেকে মার্কিন বি-২ বোমারু বিমানগুলি প্রশান্ত মহাসাগরের আকাশপথে রওনা দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই সেই বিমানগুলি ইরানের তিন পরমাণু কেন্দ্রে আক্রমণ চালায়। হামলার পর ট্রাম্প ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয় বলেও খবর মিলেছে।

উল্লেখ্য, এর আগেই ইরানকে দুই সপ্তাহ সময়সীমা দিয়েছিল আমেরিকা— হয় কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে, নইলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান হুঁশিয়ারি দিয়েছিল— ইজরায়েল হামলা বন্ধ না করলে আমেরিকার সঙ্গে কোনও ইউরেনিয়াম চুক্তি হবে না। এক দিন পরেই এই পদক্ষেপ নিল আমেরিকা। তবে এই অভিযানে ইজরায়েল যুক্ত ছিল না বলেই দাবি মার্কিন প্রশাসনের।

Share the Post:

Related Posts