‘ভাগাম ভাগ ২’ আসছে

Bhagam Bhag 2

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

২০ বছর বাদে ফের পর্দায় ফিরছে ‘ভাগম ভাগ’। অক্ষয় কুমারের সঙ্গে থাকছেন গোবিন্দা-পরেশ। একের পর এর ফ্লপ, কমেডির দিকে ঝুঁকেছেন ‘খিলাড়ি’। ‘ভাগম ভাগ’ ছবির সত্ত্ব কিনে নিয়েছেন অক্ষয় কুমার। খুব তাড়াতাড়ি আসছে অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল-এর এই ছবির সিকুয়্যাল। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার, গোবিন্দা এবং পরেশ রাওয়ালকে। সূত্রের খবর, এবার এই ছবির সিক্যুয়েল বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন অক্ষয়। এবং এও শোনা যাচ্ছে ‘ভাগম ভাগ ২’তেও অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন গোবিন্দা।

ইতিমধ্যেই ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েলের চিত্রনাট্য লেখাও নাকি শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ফের একবার প্রিয়দর্শনকেই এই ছবির পরিচালকের আসনে দেখা যেতে পারে। প্রসঙ্গত, নতুন বছরে অক্ষয় কুমারের একাধিক ফ্রাঞ্চাইজির ছবি মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে রয়েছে হাউসফুল- । এই ছবির শ্য়ুটিংয়েই ব্যস্ত রয়েছেন অক্ষয়। শোনা যাচ্ছে, অক্ষয়ের আরও দুই হিট ছবি ‘হেরা ফেরি’, ‘গরম মসালা’-র সিকুয়্যালও আসতে পারে। এছাড়াও নতুন বছরে আসার পারে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘ভূত বাংলো’, ‘জলি এলএলবি’- সিকুয়্যাল।

Share the Post:

Related Posts