দীর্ঘ ১৪ বছর পর অক্ষয় কুমার (Akshay Kumar) প্রিয়দর্শন জুটি বাঁধতে চলেছেন। তাই জোর চর্চায় পরিচালক প্রিয়দর্শনের(Priyadarshan) নতুন ছবি ‘ভূত বাংলা’ (Bhoot Bangla)। অন্যদিকে শোনা যাচ্ছে ২০০০ সালের ব্লকবাস্টার ছবি ‘হেরাফেরি'(Hera Pheri) পর এই তাবুর (TABBU) সঙ্গে জুটি বাঁধতে চলেছে অক্ষয়। তা যদি হয় তবে পর্দায় এই জুটিকে দেখা যাবে প্রায় ২৫ বছর পর। ভূত বাংলায় নায়িকা নাকি তিনি অশরীরী তা এখনো খোলসা করে জানা যায়নি।
এই ছবিতে তাবুর যোগদানের ব্যাপারে যখন জল্পনা তুঙ্গে তখন ইনস্টাগ্রাম এ ভূত বাংলা ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে নায়িকা নিজেই ছবিতে পা রাখার কথা ঘোষণা করেছেন। সঙ্গে লিখেছেন ‘আমি এখানে আটকে রয়ে। নেটপাড়ার ইঙ্গিত স্পষ্ট। ভূত বাংলায় আটকা পরে রয়েছেন তাবু। তার মানে কি এই ছবিতে তিনি ভূত!
প্রসঙ্গত, এটি তিনি তার সব অভিনেতা অক্ষয় কুমার, যীশু সেনগুপ্ত এবং ওয়ামিকা গাব্বিকেও ট্যাগ করেছেন।ভুতুড়ে ছবিতে এর আগেও তাবুকে দেখা গিয়েছে। যেমন ‘গোলমাল ৩’, ‘ভুলভুলাইয়া ২’। সাম্প্রতিক ছবিটিতে আবার যমজ ভূতের চরিত্রে দেখা গেছে। একটি সংবাদ সূত্রের খবর এপ্রিলে শুটিং শেষ হয়ে যাবে ‘ভূত বাংলা’ ছবির। আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি।