একসঙ্গে নাচলেন অক্ষয়-শিল্পা, কত বছর পর?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বলিউডের ইতিহাসে অন্যতম সিজলিং অনস্ক্রিন জুটি হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)-শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এই জুটিকে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা গেল। ৩০ বছরের পুরনো স্মৃতি উসকে ‘চুরা কে দিল মেরা’ গানে নাচলেন অক্ষয়-শিল্পা। বলিউডে তাঁদের পথ চলা দীর্ঘদিনের। জুটিতে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

১৯৯৪ সালের ছবি ‘ম্যা খিলাড়ি তু আনাড়ি’ সিনেমার গানটি সুপারহিট হয়েছিল। অনুরাগীদের মনে এখনও উজ্জ্বল অক্ষয় ও শিল্পার অনস্ক্রিন কেমিস্ট্রি। অক্ষয় কুমার ও শিল্পা শেট্টিকে একসঙ্গে দেখা গেল হোয়াইট টুইনিং-এ মঞ্চ মাতাতে। সুপারহিট গান ‘চুরা কে দিল মেরা’-এর গানে নাচলেন দুই তারকা। মাঝে কিছু স্টেপ ‘খিলাড়ি’ মিস করলে তাঁকে শুধরেও দিলেন শিল্পা। দীর্ঘ দু’দশকের পরে নিজেদের সেই সিজলিং রসায়নের কথা অনুরাগীদের মনে করিয়ে দিলেন। নাচের স্টেপে একটু গন্ডগোল হলেও তাঁদের কেমিস্ট্রিতে যে বিন্দুমাত্র মরচে পড়েনি তা তাদের নাচের মাধ্যে প্রকাশ পেল। হোয়াইট ব্লেজার ও ফর্মালে চেনা মেজাজে দেখা গিয়েছে অভিনেতাকে। আর মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা শাড়িতে নিজেকে মেলে ধরেছেন শিল্পা। অভিনেত্রীর স্টাইলিশ ও গর্জিয়াস সাজে চোখে ফেরানো দায়।

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)

Share the Post:

Related Posts