দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান, আসছে ধূমকেতু

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ধূমকেতুর (Dhoomketu Movie) প্রতিক্ষায় দর্শকরা। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে।কয়েকদিন আগে রাণা সরকারকে দেবের (Dev) সঙ্গে ছবি ভাগ করতে দেখা গিয়েছে। তারপর থেকেই ফের শুরু হয়েছে তাঁদের পূর্ব ঘোষিত ছবি ধূমকেতু নিয়ে জল্পনা। এবার প্রকাশ্যে এল ধূমকেতুর মুক্তির দিন।

২০১৬ দেব-শুভশ্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই সময় দেব-শুভশ্রীকে বড় পর্দায় নিয়ে আসছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। আর দুই প্রাক্তনের পুনর্মিলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে। শুটিং শেষ হয়ে যায়, ডাবিংও শেষ, বেশ কিছু জটিলতার কারণে জানা যায় ছবি হচ্ছে না। রানা ও দেবের সম্পর্কেরও অবনতি ঘটে। বহুবার ধূমকেতু মুক্তির কথা সামনে এসেছে। তবে সমস্যার সমাধান হয়নি। এবার সেই সমস্যা মিটতে চলেছে।

দেব-শুভশ্রী (Dev-Subhashree), এক সময় তাদের সম্পর্ক শিরোনামে ছিল। টলিউডের অন্যতম চর্চিত প্রেম ছিল দেব ও শুভশ্রীর (Subhashree Ganguly)। তবে তা টেকেনি। তারপর মান, অভিমান, বিচ্ছেদ। সব ভুলে আবার পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী।’ শুধু কি তাই, এটি অভিনেতা দেবের প্রথম প্রযোজিত ছবি। যেমন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবের প্রথম কাজ। এই প্রথম কোনও ছবিতে লিপলক করেছেন দেব-শুভশ্রী! ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। কিন্ত নানা জটিলতায় ছবি মুক্তি পায়নি। ২০১৭ সালে প্রযোজক রানা সরকারের সঙ্গে ‘ডাবিং’ নিয়ে সমস্যা শুরু হয় দেবের। দেব বলেন, ‘টাকা না পেলে ডাবিং করব না!’। আবার ২০২১ সালে ছবি মুক্তি নিয়ে SVF-র কর্ণধার মহেন্দ্র সোনি এবং দেবের সঙ্গে আলোচনায় বসেন রানা। প্রায় ৯ বছর,পর আবার ফেসবুক পোস্ট করেলন প্রযোজক ‘ধুমকেতু রিলিজ হবে… রাণা সরকার তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, তিনি কারও চ্যাটের একটি অংশ পোস্ট করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে লেখা রয়েছে, ‘১৬ মে ছবিটা রিলিজ করব।’ এই ছবিটি পোস্ট করে এদিন রানা ক্যাপশনে শাহরুখ খানের ছবির সংলাপ ধার করে লেখেন, ‘সিট বেল্ট বেঁধে নিন।’ সঙ্গে ‘বুম’-ও লেখেন। জানা গিয়েছে এই দিনেই মুক্তি পাবে ধূমকেতু।

Share the Post:

Related Posts