মডেল হিসাবে আত্মপ্রকাশ করলেও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘এক্স প্রেম’ দিয়ে টলিউডে পা রাখেন শ্রুতি দাস (Shruti Das)। কেরিয়ারের প্রথমে বড় ব্রেক পাওয়ায় জীবনের মোড় ঘুরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতির হটনেস রীতিমতো ঘাম ঝরাবে। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে একাধিক হট ফটো। অভিনেত্রীর কিলার ফিগার দেখলে ঘুম উড়ে যায় নেটিজেনদের। নয়া ছবি পোস্ট করে শীতের মরসুমে উষ্ণতা বাড়লেন শ্রুতি।
শ্রুতি দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী লাল সোফাতে উপুড় হয়ে শুয়ে। শরীরে নেই একটুও সুতো সঙ্গে হালকা মেকআপ। মেদহীন খোলা পিঠ আর হাতে ধরা গুলজারের বই। এই ছবি পোস্ট করে শ্রুতি ক্যাপশনে লেখেন, জিন্দেগি গুলজার হ্যায়…। এরপর লাল রঙের হার্ট ইমোজি দিয়েছেন। শ্রুতির বোল্ড লুকে ঘায়েল পুরুষরা।