হাসপাতাল থেকে ছাড়া পেলেন লহমা!

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। আর এই খবর সামনে আসার পরই তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কী হল অভিনেত্রীর? জানা যাচ্ছে, শুটিং ফ্লোরে নাচ করতে গিয়ে চাপ পড়ে তাঁর ডান পায়ের বুড়ো আঙুলের নখ মাংসের মধ্যে ঢুকে যায়। আর যার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে। আপাতত অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।

অভিনেত্রী হাসপাতালে ভর্তি তা নিজেই লহমা জানান সোশ্যাল মিডিয়াতে। একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী, সেখানে দেখা যায় লহমার হাতে স্যালাইনের চ্যানেল।

জানা যাচ্ছে, মঙ্গলবার ‘চালচিত্র’ ছবির একটি বিশেষ গানের শুটিং চলছিল পরিচালক প্রতিম ডি’গুপ্তর অধীনে। গানের শুটিংয়ে উপস্থিত ছিলেন দুই অভিনেতা টোটা রায়চৌধুরী এবং শান্তনু মহেশ্বরী। সেই গানেরই অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন লহমা। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী লেখেন, “সেটে দিনটা অন্যভাবে পরিকল্পনা করেছিলাম, কিন্তু কী হয়ে গেল। দুর্ঘটনা ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়ে গিয়েছে এবং আমি ভালই আছি।’’ তবে জানা যাচ্ছে আপাতত লহমা ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। এমনকি হাসপাতাল থেকেও ছাড়া পেয়ে গেছেন তিনি। ঘরেই বিশ্রামে আছেন অভিনেত্রী।

Share the Post:

Related Posts