‘সিংহম এগেইন’ এর সাফল্যের মাঝেই ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছেন টাইগার শ্রফ (Tiger Shroff)। তবে এবার একেবারে ভিন্ন লুকে দেখা গেল তাঁকে। সোম সকালে টাইগারের এহেন লুকে নেটপাড়ায় শোরগোল। ‘বাঘি ৩’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েল-এর কথা। এবার বাঘি-৪ এর লুক প্রকাশ্যে এল। পরিচালক এ হর্ষা সোমবার থেকে টাইগার শ্রফকে নিয়ে শুটিং শুরু করলেন। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমা। টাইগারের লুক দেখে নিন্দুকরা আবার ‘অ্যানিমেল’-এর রণবীর কাপুরের খল চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেলেন!
‘বাঘি ৪’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই হইচই টাইগারের অনুরাগীদের মধ্যে। ওই পোস্টারে তাঁকে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেতাকে। হাতে দৈত্যকার ‘বুচার নাইফ’। আরেক হাতে মদের বোতল। ঠোঁটে ধরা সিগারেট। চারদিকে রক্তগঙ্গা। কোমডের উপর বসে টাইগার।