ফিল্মি কেরিয়ারের মধ্যগগনে তিনি। ইতিমধ্যেই পেয়েছেন জাতীয় পুরস্কারও। তাঁর অভিনীত ১২থ ফেল মুভির দ্বারা দর্শকদের কাঁদিয়ে তুলিয়েছিলেন তিনি। কিন্তু এবার কী তিনি অবসর ঘোষণা করতে চলেছেন বলি ইন্ডাস্ট্রি থেকে? এই জল্পনাই শুরু হয়েছে নেট দুনিয়ায়।
বয়স মাত্র ৩৭। ইতিমধ্যেই তাঁর অভিনয়ের দক্ষতার জন্য তিনি অর্জন করেছেন জাতীয় পুরস্কার। তার বহুল জনপ্রিয় ছবি ‘ ১২ ফেল ‘, যা দর্শকদের কাঁদিয়ে তুলেছিল। আর এরই মধ্যে অভিনেতা বিক্রান্ত মাসে ঘোষণা করলেন তিনি অবসর নিতে চলেছেন সিনেমা জগত থেকে। গতকাল মধ্যরাত তিনটে নাগাদ, নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব।’
এ থেকে অভিনেতা স্পষ্টত জানিয়ে দিয়েছেন, ২০২৫ সালে তার একটি মুভি আসতে চলেছে, আর তারপরে অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন তিনি। কিন্তু কেন? এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জল্পনা। বিক্রান্ত মাসে উল্লেখ করেছেন, এবার সময় হয়েছে ভালো বাবা , ভালো স্বামী, এবং নিজের অভিনয়ের উপর আরও দক্ষতা আনার জন্য তিনি অবসর ঘোষণা করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনা শুরু হয়েছে তিনি যোগ দিতে চলেছেন রাজনীতিতে।