‘বাজিগর ২’ করবেন শাহরুখ?

Shah Rukh Khan

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: বাজিগর আজও নব্বই দশকের নস্টালজিয়া। ২০২৪ যখন তাঁর ‘পাঠান’ বা ‘জওয়ান’ অবতারে শাহরুখ খানকে নিয়ে যখন বুঁদ, তখন আরও এক বার স্মৃতি উস্কে যদি ১৯৯৩ সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন, কেমন হবে?

একটু খুলেই বলা যাক, ‘বাজিগর ২’ তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। আর সেই ঘটনাই নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন জৈন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের কানে ইতিমধ্যেই তিনি বিষয়টি তুলে দিয়েছেন। ছবিটি যে হবেই, সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের। পাশাপাশি এ-ও জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে কিং খানের উপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি ‘বাজিগর ২’ বানাবেন।

শাহরুখ যদি নায়ক হতে রাজি হন, তাহলে নায়িকা? এই প্রশ্নের উত্তর সাংবাদিকেরা স্পষ্টভাবে দেননি প্রযোজক। তিনি এখনই পুরোটা ভাঙতে চাননি। বদলে জানিয়েছেন, আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকিটা শাহরুখের উপরে নির্ভর করছে।

Share the Post:

Related Posts