এবার ‘সেবাশ্রয়’ কর্মসূচির ঘোষণা অভিষেকের

Abhishek Banerjee

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

শনিবার আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ বৈঠক ডাকলেন অভিষেক। ‘স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের অভূতপূর্ব সাড়া মিলেছে। সেখানেই উপস্থিত হয়েছেন হাজারের বেশি চিকিৎসক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মডার্ন মেডিসিন, আয়ুর্বেদ বিভাগ, সহ বিভিন্ন বিভাগের হাজার চিকিৎসকের সভায় যোগদান করেছেন। এই সভা থেকে নিজের সংসদীয় এলাকায় ‘সেবা শ্রয়’ (Abhishek Announce Sebasray New Campaign) কর্মসূচীর ঘোষণা করলেন অভিষেক। আগামী ২ জানুয়ারি থেকে ৭৫ দিনের চিকিৎসা পরিষেবা অর্থাৎ ‘সেবাশ্রয়’-র সূচনা করেন তিনি। এদিনের বৈঠক থেকে অভিষেক বলেন, কলকাতায় ৫ হাজার চিকিৎসককে নিয়ে কনভেনশন করব’। পাশাপাশি ডাক্তারদের জন্য ‘এক ডাকে অভিষেক’ প্রকল্পের ঘোষণা করে ফোন নম্বর দেন অভিষেক।

নতুন বছর থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় চিকিৎসা শিবির চলবে। এক একটি বিধানসভায় ১০ ধরে চলবে ক্যাম্প। ডায়মন্ডহারবার, ফলতা, মেটিয়াবুরুজ সহ বেশ কয়েকটি বিধানসভায় ক্যাম্প হবে। প্রতিটা বিধানসভায় ৪০টা করে ক্যাম্প করা হবে। তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকতে পারেন। তিনি আরও জানান ৭০ দিনে ৭টি বিধানসভায় ক্যাম্প হবে। ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচিটি। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষা বিনামূল্যে করা হবে। ক্যাম্পে থাকবে ডায়গনিস্টিক টেস্ট‌ও।

Share the Post:

Related Posts