আদিত্যনাথকে হুমকি! মালদহে গ্রেফতার যুবক

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দিয়ে পুলিশের জালে মালদহের (Malda) এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শেখ আতাউল। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Viral Video) পোস্ট করার অভিযোগ রয়েছে। এমনকি সেই ভিডিওতে তাঁকে বাংলাদেশ (Bangladesh) থেকে শুরু করে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে।

বেশ কিছু উষ্কানিমূলক কথাবার্তা বলার অভিযোগ রয়েছে মালদহের ধৃত যুবকের বিরুদ্ধে। সেই ভিডিওতেই শেখ আতাউল যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তবে অন্য একটি সূত্র বলছে, বেশ কয়েকবছর আগে ধৃত যুবক বাংলাদেশ থেকে পালিয়ে এসে মালদহে বসবাস করতে শুরু করে। সে নিজের পরিবারকে নিয়ে সেখানে বেশ কয়েকবছর ধরে বসবাস করছে বলে জানা গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ফিনান্স নিউজ।

মঙ্গলবার মালদহ থেকে আতাউলকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের কাছে একটি পিস্তল, একটি ছুরি এবং বেশ কিছু স্পত্তিকর ছবি উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে নয়ডা সেক্টর ৩৯ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর সঙ্গে এখনও কোনও আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।

Share the Post:

Related Posts