কলকাতা: টলিউডে মহিলা শিল্পীদের হেনস্থা নিয়ে সরব হয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। দাবি করেছিলেন এমন এক কমিটির, যেখানে সমস্ত মহিলা শিল্পীরা নিজেদের অভিযোগ নিয়ে খোলাখুলি, নির্ভয়ে কথা বলতে পারেন। সেই বিষয়েই কথা বলতে মঙ্গলবার নবান্নে গিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী আলোচনা হল, সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তা জানিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। তিনি জানিয়েছেন হেমা কমিটির উদ্যোগে একটি কমিটি গঠন করার চেষ্টা করা হচ্ছে টলিউডে। সেই বিষয় নিয়েই এদিন কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন, দেখে নিন-